আমাদের কথা খুঁজে নিন

   

বড়দিনের বড় রেকর্ড

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক বড়দিনে সবচেয়ে বেশি আলো জ্বেলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠাল অস্ট্রেলিয়ার এক দম্পতি। রাজধানী ক্যানবেরায় রিচার্ড ও জানিয়ান তাদের বাড়িতে ৩ লাখ ৩১ হাজার ৩৮টি বিভিন্ন ধরনের বাতি জ্বালিয়ে রেকর্ডটি নিজেদের করে নিয়েছেন। এ খ্যাতি দাতব্য উদ্দেশ্যে তহবিল সংগ্রহের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন তারা। এ বছর আলোর এ প্রদর্শনীর জন্য এ দম্পতি কয়েকশ’ ঘণ্টা পরিশ্রম করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। তবে ঠিক কী পরিমাণ খরচ হয়েছে এ অবিশ্বাস্য কর্মযজ্ঞে, তা সচেতনভাবেই গোপন রাখতে চাইছেন তারা। বাতির এ প্রদর্শনী বাড়ির ৬০ ফুট উঁচু ক্রিসমাস ট্রিকে কেন্দ্র করে চারপাশে ১৮ কিলোমিটার এলাকায় ব্যাপ্ত করা হয়েছে। এর জন্য প্রয়োজন পড়েছে প্রায় ১৫ হাজার বিদ্যুত্ সংযোগ। তথ্যসূত্র- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।