নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা । ইংরেজী আসলেই বিদঘুটে একটি ভাষা … hilarious এবং brilliant! প্রথমে আমরা একটা Box দিয়ে শুরু করবো যা বহুবচনে হবে Boxes, তাহলে Ox এর বহুবচন Oxen হয়েছে , কেন নয় Oxes ? একটি Fowl কে আমরা বলি Goose, কিন্তু দু’টিকে বলি Geese, তারপরেও Moose এর বহুবচন কখনও হবেনা Meese. আপনি একটি একাকী Mouse দেখতে পেতে পারেন বা ঘরভর্তি Mice, কি অদ্ভুত , House এর প্লুরাল Houses হয়েছে, হয়নি কখনও Hice ! Man এর বহুবচন যদি সবসময় হয় Men, তাহলে Pan এর বহুবচনে কেন হবেনা Pen ? যদি একটি পা কে বলি Foot আর দুটোকে বলি Feet, তবে কোন সূত্রে দুইটা Boot কে বলা যাবেনা Beet? একটি দাঁত যদি Tooth হয় তবে একপাটি দাঁতকে বলি Teeth, মহাভারত অশুদ্ধ হবে যদি একসারি Booth কে বলি Beeth. ভাইকে বলি Brother আর ভাইয়েরা হলো Brethren, আর মা যদি Mother হয়, কি দোষে মায়েরা হবেনা Methren? এর পরে পুরুষদের আমরা বলি He, His অথবা Him, কি অবাক কান্ড , মেয়েরা কিয়ের লিগা হয়না She, Shis অথবা Shim ? আসলে ইংলিশ একটি ক্রেজী ল্যাঙ্গোয়েজ কখনও কি ভেবে দেখেছেন, কি ফাজলামো এদের ভাষাতে ? Eggplant এ কোনও Egg পাবেন না । Hamburger এ Ham. Pineapple এ Apple ও নাই, আরও নাই Pine. আমরা ইংরেজীকে নিশ্চিন্ত মনে ধরে নিই ঠিক কিন্ত যদি এর Paradoxeগুলোকে খুঁজি, তাহলে কি পাবো ? চোরাবালি বা Quicksand কখনই দ্রুত কাজ করেনা বরং উল্টো Work Slowly. Guinea pig কখনই Guinea থেকে আসেনি এবং এটা একটা Pig ও নয় । Boxing Rings কোনও বাক্স নয়, গোলও নয় । Teachers যদি Taught করায় , তবে Preachers যা করে তা কেন Praught নয় ? Vegetarian রা যদি vegetables খায়, তবে Humanitarianরা কি খায় ? এটাকে কি ক্রেজী মনে হয়না যখন “you can make amends but not one amend?” কখোনও কখোনও মনে হয় যারা ইংরেজী শিখে বড় হয়, এই সব verbally insane এর জন্যে তাদের পাগলাগারদে যাওয়া উচিৎ । অন্য কোন ভাষায় আপনি এরকম পাবেন ???????? “মানুষ একটি “Play” তে “Recite” করে আবার একটি “Recital” এ “Play” করে ? আমরা ট্রাক ভর্তি করে “Ship “ করি আর Ship ভর্তি করে কার্গো পাঠাই ? আমাদের নাক “Run” (সর্দ্দি ঝরে) করে আর পা দিয়ে গন্ধ (Feet that smell) বেরোয় ? আমরা Driveway তে Park করি আর Parkwayতে drive করি ? আপনাকে ইংরেজীর অদ্ভুত পাগলামীতে অবাক হতেই হবে যখন দেখবেন– Your house can burn up as it burns down, You fill in a form by filling it out, An alarm goes off by going on. এই পাগলামীর গপ্পো শেষে ঝাঁপ বন্ধ করার আগে জিজ্ঞেস করি – Father যদি Pop/Papa, তাহলে Mother কেন Mop/Mapa হল’না ??? টু হুম য়্যু আস্ক দিস ???? নটে গাছটি মুড়োনোর আগে কানে কানে একটি সত্যি কথা বলি – আমাদের দেশে মায়েরা Mop না ঠিকই কিন্তু সারাজীবনই Mop করে । আর বাবারা শুধু সারাদিন Pop ( রাগে ফোটে ) করে !!!!!!!!!!!!!!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।