ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) ছেলে হোক মেয়ে হোক সবার জন্যেই চায় শিক্ষার আলো !! আমার নতুন শিক্ষাকার্যক্রমে অনেক কিছুই পড়তে হচ্ছে ইদানিং ! অনেক দিন পরে সেই এইচএসসি এর পরে এই প্রথম একটু পড়ালেখা শুরু করেছি একটু আধটু !! সেইখান থেকে যা জানছি বা পড়ছি তা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো ...... হয়তো আপনার ঞ্জানের পরিধি একটু বাড়তেও পারে এটি পড়ে ,,,,,,,,,,, পপুলার বা জনপ্রিয় ব্যালাড বা গীতি-কাহিনীকাব্য যাকে অনেকেই ফোক বা ট্র্যাডিশনাল ব্যালাড বলে ডাকে । এই জিনিসটি অনেক জনপ্রিয় একটি অংশ সাহিত্যের অঙ্গনে ! এটি সাধারণত এক ধরণের গান যা অলিখিত অবস্থায় মানুষের মুখে মুখে বিস্তার লাভ করেছে এবং যার মধ্যে আছে কোন বিশেষ কাহিনী বা গল্প ! এটির উৎপত্তি সম্পর্কে তেমন কিছু জানা যায় না ! কেউ একজন হয়তো প্রচলন ঘটিয়েছিলেন কিন্তু তার নাম অঞ্জাত । এবং পরবর্তিতে অন্যান্য গায়কেরা তাদের পুর্ববর্তী গায়কদের কাছ থেকে মুখে মুখে গানের কথা ও সুর শিখে নিয়েছিলেন এবং সেই সঙ্গে নিজেরাও কিছু যোগ ও পরিবর্তন করেছিলেন তাই এর নানা রকম সংস্করণ পাওয়া যায় । পপুলার বা জনপ্রিয় ব্যালাড সাধারণত নাটকীয় এবং নৈর্ব্যাক্তিক হয়ে থাকে ! বর্ণনাকারী ঘটনার একটি চরম মুহুর্ত থেকে কাহিনী শুরু করেন এবং নানা কর্মকান্ড ও কথোপকথনের মাধ্যমে কাহিনী এগিয়ে যেতে থাকে ! নিজের মতামত । আবেগ অনুভুতি এবং চিন্তা চেতনা নিতি প্রকাশ করেন না ! ব্যালাডের সব চাইতে পরিচিত স্তবক বিন্যাস যা ব্যালাড স্ট্যাঞ্জা নামে পরিচিত এবং এটি হল চার লাইনের স্তবক যার মিল হয় দ্বিতীয় ও চতুর্থ লাইনে । উদাহরণ সরুপ 'স্যার প্যাট্রিক স্পেন্স ' এর প্রথম স্তবক দেওয়া হলো : "The king sits in Dumferling towne, Drinking the Blue-red wine 'O whar will I get a guid Sailor, To sail this ship of mine ?" অস্টাদশ শতক থেকে গবেষক-সংগ্রাহকরা বিপুল সংখ্যক ব্রিটিশ ব্যালাড সংকলিত করেছেন ।'স্যার প্যাট্রিক স্পেন্স ' এর কিছু এবং ফ্র্যান্সিস জে.চাইল্ড এর 'ইংলিশ & স্কটিশ পপুলার ব্যালাডস তাদের মধ্যে কয়েকটি উল্ল্যেখযোগ্য সংকলন বলে সর্বজন স্বীকৃত । আবার আর একটি শ্রেনী যাকে লিটারারী ব্যালাড বা সাহিত্যিক ব্যালাড হয় ,সেই গুলোও গীতধর্মী কাহিনী কাব্য যা একজন শিক্ষিত কবি পপুলার ব্যালাডের সুর ও প্রাণস্পন্দনের অনুকরণে সচেতনভাবে রচনা করেন ! এড় কিছু উল্ল্যেখযোগ্য উদাহরন হলো ... কোলরিজ এর "রাইম অব দি এনশেন্ট ম্যারিনার " , স্কটের "প্রাইড মেইসি , এবং কীটস এর " লা বেলে ডেইম সান্`স মার্সি " অনেক বিস্তারিত জানতে এখানে ঘুরে আসুন ! আর একটা প্রশ্ন : নিচের এই ফুলটার নাম কি বলতে পারবেন ??? ধন্যবাদ সবাইকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।