আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য গার্লফ্রেন্ডের বেধে দেওয়া নিয়ম.................

প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য গার্লফ্রেন্ডের বেধে দেওয়া নিয়মঃ ১) গার্লফ্রেন্ডের চুল, তার ফেস, বডি, কাপড় নিয়ে মজা করা যাবেনা। ২) অতিরিক্ত ব্যঙ্গ অথবা জোক তারা পচ্ছন্দ করেনা। ৩) তারা অন্য কোন মেয়ের সাথে ফ্লার্টিং করা পচ্ছন্দ করেনা। ৪) প্রতরণা পচ্ছন্দ করেনা। ৫) যে কথা দিয়ে রাখতে পারবেনা , তা করার ওয়াদা করতে হয়না।

৬)স্বার্থের জন্য তাকে ভালবেসনা। ৭) মিথ্যা বলনা। ৮) সত্যটা সব সময় স্বীকার কর। ৯) কখনও তাকে কোন বিষয়ে জোর করা যাবেনা। ১০) তার সামনে অন্য কোন মেয়ের গুণকীর্তন করতে যাবেনা।

১১) তার বন্ধুদের সামনে পাগলামি বা গর্দভের মত কাজ করা সে একেবারে পচ্ছন্দ করেনা। ১২) পিছন তাকে গালি দিও না। ১৩) নিজেকে বিপদমুক্ত রাখতে তাকে দোষী সাব্যস্ত করনা। ১৪) তাকে কখনও প্রশ্ন করনা, কেন সে তোমাকে এত ভালবাসে। ১৫) ব্রেকআপের বিষয়ে নিয়ে কোন জোক করনা।

১৬) কোন সময় কোন বিষয়ে তাকে বলবেনা যে “তুমি বেশি বেশি করছ। ” ১৭) তাকে বাদ দিয়ে মেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিওনা। ১৮) ভুল হলে তা স্বীকার করায় শ্রেয়। কোন ধরনের এক্সকিউজ না করায় ভাল। ১৯) ব্যস্ততার সময় তার সাথে কথা বলতে হবেনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.