পরে বলব মোবাইল কোম্পানীগুলোর অফার দেখলে মাঝে মধ্যে মাতার চান্দি চুন্দি গরম হইয়া যায়। সম্প্রতি বাংলালিংকের রিচার্জে ১০০% বোনাসের ঘোষানাটা দেখে ভাবলাম ১০০ টাকা রিচার্জে যদি আরো একশো বোনাস পাই তয় মন্দ কি! রিচার্জের আগে তাদের শর্তগুলোতে চোখ বুলালাম। ১. বোনাসের টাকা দিয়ে শুধুমাত্র বাংলালিংক নাম্বারে কথা বলতে পারবেন। ২. বোনাসের মেয়াদ মাত্র ৭ দিন। ৩. বোনাসের টাকা দিয়ে এস এম এস করা যাবেনা। প্রশ্ন হচ্ছে, মোবাইল কি শুধু মানুষ আজাইরা আলাপের জন্যই ব্যবহার করে? ৭ দিনের মধ্যে কোন বাংলালিংক নাম্বারে খেজুরে আলাপ করা ছাড়া তো মূল টাকা ১০০ এবং বোনাসের ১০০ টাকা খরচ করা সম্ভব না। মোবাইল কোম্পানী গুলো পাবলিকরে অফারের ডোজ দিয়া চুলকানি মারে । আর চুলকানি পেয়ে পোলাপান খেজুরে আলাপ জুড়িয়ে হয় পরকিয়া করে নয় তো প্রেমিকা থাকলে আজাইরা আলাপ জুড়িয়ে টাকা শেষ করে। কিন্তু যাদের খেজুরে আলাপ করার মত কেউ নেই তাদেরকে এমন অফারের লগে অন্তত একটা গার্ল ফ্রেন্ড দেয়া উচিত, নয়তো টাকা খরচ করবে কিভাবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।