আমাদের কথা খুঁজে নিন

   

অফারের নামে মোবাইল কোম্পানিগুলির প্রতারণার কাহিনী!

প্রতিদিন টিভি আর পত্রিকা খুললেই দেখতে পাবেন বাংলাদেশের মোবাইল অপারেটরগুলির বিভিন্ন আকর্ষণীয় অফারের চটকদার বিজ্ঞাপন। তবে এখানেই শেষ নয়, তারা গ্রাহকদের মোবাইলে এস,এম,এস এবং ফোনকলের মাধ্যমেও ওইসব তথাকথিত লোভনীয় বিজ্ঞাপন দিয়ে থাকে। আর এইসব বিজ্ঞপনের অধিকাংশই প্রতারণায় ভরপুর। এরকমই দুটি সত্য ঘটনা আপনাদের অবগতির জন্যে বর্ণনা করছি। কেননা, যে কোন দিন আপনারাও এরূপ প্রতারণার স্বীকার হতে পারেন।

তো আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই।

 
ঘটনা দুটি আমার দুই পরিচিত ভাইয়ের। আপনারা চাইলে আমি তাদের মোবাইল নাম্বারও আপনাদেরকে দিতে পারি।
 
প্রথম ঘটনাটি বাংলালিংকের মেরিল গিফটপ্যাকের । গেল মাসের কোন এক দিন আমার এক ভাইয়ের মোবাইলে বাংলালিংক থেকে এস,এম,এস আসে যে- ১৬১ টাকা রিচার্জ করলে তিনি পাবেন মেরিলের উইন্টার গিফটপ্যাক সম্পূর্ণ ফ্রি!।

তিনি মেসেজ দেখে ১৬১ টাকা তার মোবাইলে রিচার্জ করেন। কিন্তু একদিন, দুই দিন, তিনদিন যায় কোন গিফটপ্যাকের খবর নেই আর এ সংক্রান্ত কোন মেসেজও আসে না। তিনি বাংলালিংকের কাস্টমার কেয়ারে ফোন করেন, তারা তাকে নির্দিষ্ট তারিখে সশরীরে তাদের কাস্টমার কেয়ারে আসতে বলে। তিনি সশরীরে কাস্টমার কেয়ারে উপস্থিত হলে তারা আবার তাকে আরেকটি ডেট দেয় এবং সেদিন তাকে আসতে বলা হয়। কিন্তু সেই ডেটে তাদের কাস্টমার কেয়ারে যাবার আগেই তার মোবাইলে বাংলালিংক থেকে মেসেজ আসে যে- এখন আপনাকে উক্ত গিফটপ্যাক দেয়া সম্ভব হচ্ছে না, আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবো।

কিন্তু সেই পরবর্তী যোগাযোগ এখনও তারা করতে পারে নি। ।

 
দ্বিতীয় ঘটনাটি আমার আরেক ভাইয়ের, যিনি পত্রিকায় এয়ারটেলের বন্ধ সিমে ১৯টাকা রিচার্জে ১জিবি ডাটা অফার দেখে তার বন্ধ সিমটি চালু করার সিদ্ধান্ত নেন। তার সিমটি এই অফারের আওতায় আছে কিনা তা নিশ্চিত হতে তাদের বিজ্ঞাপন দেখে তার বন্ধ সিমের নাম্বারটি লিখে ৯০০০ এ এস,এম,এস করেন এবং ফিরতি মেসেজে তিনি জানতে পারেন যে- তার বন্ধ সিমটি এই অফারের আওতাভুক্ত। অতঃপর তিনি ১৯ টাকা রিচার্জ করেন।


 
যদিও পত্রিকার বিজ্ঞাপনে লেখা ছিল যে- ১জিবি তিন মাসে সমান ভাগ করে দেয়া হবে যার প্রথম ভাগ রিচার্জের সাথে সাথেই পাওয়া যাবে। কিন্তু রিচার্জের কয়েকঘন্টা পরেও তার মোবাইলে কোন বোনাস ডাটা আসে না। তিনি পত্রিকায় দেয়া বোনাস চেকের *৭৭৮*১৩# নাম্বারে বারবার ডায়াল করেন এবং প্রতিবারই "০" ডাটা বোনাস লেখাটি ভেসে ওঠে। তিনি এয়ারটেলের ফেসবুক ফ্যানপেজে যোগাযোগ করলে তারা কাস্টমার কেয়ারের সাথে কথা বলার অনুরোধ করেন। কিন্তু তিনি ১৯টাকার জন্য কাস্টমার কেয়ারে ফোন করে আরো ২০টাকা খরচ করতে চান নি।

তাই তিনি এয়ারটেলের ওয়েবের লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেন। তারা তার মোবাইল নাম্বার, FNF নাম্বার এবং শেষ কতটাকা ব্যালান্স আছে জানতে চায়। আমার সেই ভাই সব তথ্য দেবার পরে তারা বলে, দুঃখিত আপনার সিমটি এই অফারের আওতাভুক্ত নয়। এখন আমার সেই ভাই সরাসরি কাস্টমার কেয়ারে যাবেন বলে ঠিক করেছেন। তিনি বলেন, আমি এটা জানার জন্যে তাদের কাস্টমার কেয়ারে যাবো যে- যদি আমার সিমটি এই অফারের আওতাভুক্ত নাই হয় তাহলে ৯০০০ থেকে ফিরতি মেসেজের মাধ্যমে মিথ্যা তথ্য দেয়া হল কেন?

 
তবে এত প্রতারণার মধ্যেও আমি আমার গ্রামীনের বন্ধ সিমে ৯ টাকায় ১জিবি এবং পরের মাসে ২০ টাকায় ১জিবি কিন্তু ঠিকই পেয়েছি।


 
আপনাদের সাথে এ ধরণের কোন প্রতারণা হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল।
 
টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভাল থাকুন এবং এইসব ভন্ড প্রতারকদের প্রতারণার স্বীকার যাতে না হন এই কামনায় বিদায় নিচ্ছি।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.