অনেকেই এখন অনেক কিছু করে আমিও করতে চাই পারিনা কেন । এর জবাব খুজে পাইনা মাঝে মাঝে । তবে আমার একটা কিছু করার প্রয়োজন । কারণ আমি হতাশায় দিনপাত করি। আমি জানি না আমি আমার হতাশঅর কথা গুলো কেন এত বেশি করে প্রকাশ করি।
আমার সব কিছুই অল্পতে চলে আমার বড় কোন আকাখ্ক্ষাও নেই । আছে শুধু রাশি রাশি হতাশা । তবে আমার একটা কিছু করতে হবে এই চিন্তাই যা আসে কিন্তু কাজের কাজ তো কিছু করি না। আসলে আমার দ্বারা কিছূ হবে না। ঠিক আছে এখন তো একটা কিছু করছি যা হোক একটা সান্ত্বনা পাচ্ছি নিজে থেকেই নিজেকেই সান্ত্বনা দিচ্ছি।
একটু যে ভালো লাগলো বাহ বাহ ভালোই তো লাগছে । বেশ আমি তো টাইপ শিখছি। কি মজাই না হচ্ছে । আবার আমি আমার নিজেকেই ধন্যবাদ দেই কারণ আমি জানি আমার এই ধ্রনবাদ দেওয়া কেউ দেখুক আর না দেখু তবে নিজেকে নিজের ধন্যবাদ দেওয়ার মাজই আলাদা । যে যাই বলে বলুক ।
আমার কাজ চলবে । দুনিয়া টা যে কিভাবে চলছে আর আমি যে কিভাবে চলছে তা আমি নিজেই জানি না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।