"জাতের কী রুপ দেখলাম না এই মাঝারে" অনেক ছোট বেলাতে , যখন ইস্কুলে যাবার দুর্ভাগ্য কাধে চেপে বসেনি , তখন আমি ছিলাম বড়ই কল্পনা প্রবণ। কত অদ্ভুত অদ্ভুত সব জল্পনা কল্পনা ছিল সেই পিচ্চি বয়সী শিশুটির !
তখন কেবল মায়ের কাছে পড়তে শিখছি , অ তে অজগরটি ওই আসছে তেড়ে , আ তে ......... আপনাদের মনে আছে ? বলুন দেখি। বাংলা ব্যাঞ্জন বর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কয় জন পারবেন হাত তুলুন।
যায় হোক , মূল কথায় আসি। তো সেই ছোট বেলাতে বাসায় ছিল ফিলিপ্স এর সাদা কাল একটা ছোট ১৪ ইঞ্চি টিভি।
এই টিভি টা ছিল আমার ছোট বেলার কচি মনের একটা অন্যতম বিস্ময় আর আকর্ষণ। কার্টুন বা চিনেমা গুলা দেখে আমার ধারনা হয়েছিল , টিভির মধ্যে ওদের মনে হয় ঢুকিয়ে দেয়া হয়েছে। কিন্তু এটাও মাথায় ছিল , অত ছোট জায়গায় ওদের জায়গা হল কিভাবে ??!!
অনেক গবেষণার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে , টিভির মধ্যে ওই মানুষ বা কার্টুন গুলা আসলে খুব ছোট।
কি ব্রিলিয়ান্ট ছিলাম , তাই না ?
পরে মনে হত তাই যদি হয় , তবে তো আমি আর আমার বান্ধবি ( প্রভা , হাফ প্যান্ট পরা কালের বান্ধবি , এখন কোন খোঁজ খবর নেই) মিলে ওই ছোট ছোট মানুষ আর কার্টুন গুলা টিভি ভেঙ্গে বের করে নিয়ে পুতুল খেলতে পারি।
কিন্তু ২ জনের মাঝে কারোর ই বিড়ালের গলায় ঘণ্টা বাধার সাহস ছিল না।
ছোট হলে কি হবে , কোনটাতে পিঠে মাইর পড়বে তা ঠিকি বুঝতাম হ্যাঁ।
কি আর করা ! পরিকল্পনা আর বাস্তবায়ন করা গেল না।
১/২ বছর পর ( তখন ও জানতাম না , টিভির আসল কাহিনি ) একদিন আমাদের টিভি টা গেল নষ্ট হয়ে , বাবা সারাতে নিয়ে গেলেন। সাথে আমি গেলাম। তো মেকানিক যখন টিভিটা খুলে ভিতরের সারকিট বোর্ড বের করলো , আমার তো চক্ষু ছানাবড়া !
মানুষ আর কার্টুন গুলা কই গেল ??? পরে রেজিস্টর , ক্যাপাসিটর (এদের নিয়েই এখন জীবন ) গুলাকে ভাবলাম ওরাই মনে হয় টিভি অন করলে তখন জীবন্ত হয়ে উঠে।
অনেক অনেক পরে জানতে পারলাম , আমি কত বড়ো বোকা ছিলাম ছোট বেলায়। তবে যে রকম ই ছিলাম , অনেক ভাল ছিলাম। এত টেনশন ছিল না এখনকার মত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।