আমাদের কথা খুঁজে নিন

   

GOOGLE মামুর আন্ডা এবং হরেক রকম মজাক পাইতে চাইলে

অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে কয়দিন ধইরা বড়োদিন উপলক্ষ্যে গুগল মামু একখান ডিম বাজারে ছেড়েছেন !! নাম esater egg. আচ্ছা আপনে প্রথমে GOOGLE এর হোম পেজে যান। এবার খেল শুরু করতে লিখেন, ‘LET iT snow’ …… ব্যাস বরফ পড়া শুরু হয়ে যাবে। পুরা স্ক্রিন সাদা হয়ে যাবে। আরে রাখেন মিয়া খেল এখানেই শেষ না। চাইলে মাউসের লেফট সাইড টিপে ধরে বরফ সরাইতেও পারবেন !!(লিংকে দেখুন ) তাহলে আরো কিছু মজার মজার আন্ডা দেখি তথা esater egg. দেখিঃ ২. ascii art লিখে গুগল লেখা টার দিকে তাকান, বুঝে যাবেন !! ৩. z or r twice মাথা ঘুরায়া দিবে হুম ।

৪. আগেরটার মতই আরেকটা হল do a barrel roll ৫. Tilt ছোট্ট এই শব্দটা কি করে দেখেন শুধু । আপনার GOOGLE পেজকে সামান্য বাকা করে দিবে কিন্তু এই জিনিস !! ৬. Hanukkah লিখলে সার্চ বক্সের নিচ বাত্তি জ্বলে উঠবে। ৭. santa claus এটাও আগেরটার মতই । আজকে এই গুলা নিয়া খেইন দেখেন। লাগলে কহিয়েন আরো দিমুনে।

আপডেটঃ নিচে ইশাতের দুনিয়া নামের এক ব্লগার একটি লিংক দিয়েছেন। Click This Link গিয়ে মাউস নাড়ালেই বুঝবেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.