আমাদের কথা খুঁজে নিন

   

অদৃষ্ট

শাফিক আফতাবÑÑÑÑÑÑ---- যেখানে যাই, শুধু শত্র“ হয়, বন্ধু মেলেনা আমার। আর যে দুএকটা মেলে, তারাও কালক্রমে শত্র“ হয়ে যায়। এমনই অদৃষ্ট আমার। রূপে গুনে মুগ্ধ হলো না কেউ, কেউ কাছে বসলো না, বললো না : ‘ভালোবাসি’, কেউ কাছে ডাকলো না। গোপণ উষ্ণতায় ঋদ্ধ করলো কেউ।

যদি কারো দিকে তাকাই, মনে হয় ফকির বাবার আঁচড় লেগেছে গায়ে তার। সে ছটফট করে ওঠে। মরিচের ঝালদৃষ্টি এড়াতে অদৃশ্যে যায়, অলক্ষ্যে চলে যায়। অনেক হিসেব করে পা ফেলেছিলাম। পাছে বাতাসে ঝাপটায় আমার থুথু কারো গায়ে গিয়ে লাগে, এজন্য রাস্তাঘাটে থুথই ফেলিনি কোনোদিন আমি।

কুকুরের মতো ঠাং ফাঁক করে ¯েপ্র করিনি কারো লাউখেত। ইতর শব্দাবলি ভুলেও উচ্চারিত হয়নি এই লাঞ্ছিত মুখে। তবু কারো শুদ্ধতম মনের মণিকোঠায় আমার স্থান হলোনা। এমনই অদৃষ্ট আমার। আমি কারো বন্ধু হয়ে উঠলাম না।

৩০.০৩.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।