আমাদের কথা খুঁজে নিন

   

অদৃষ্ট

আমি তোমার প্রেমে শুদ্ধ হতে চেয়েছিলাম কোন এক ভ্রমে আমি তাতেই নিজেকে হারালাম কোন এক অনেক প্রাচীন মশাল হাতে আমি হেটেছি নভোনীল দিগন্তের পাড়ে যেখানে দানা বেঁধেছিলো লাল নীল গন্ধকের ছানা আমি সেইখান থেকে এনে দিতে চেয়েছিলাম এক ঝাঁক কৃষ্ণচুড়া প্রেম কেন যে আমি সেই ফুলের সুবাসে হারালাম? আমার পা দুটো ছিলো অনেক প্রাচীন হাতে ছিলো এক তাজা তলোয়ার সেটা দিয়ে এক সমুদ্র কাঁচা শামুক থেকে আমি এনেছিলাম একাশি টা মুক্তোর মালা আমি সেই মালা তোমাকে পড়াতে চেয়েছিলাম কেন যে শুক্তোর বিষে নিজেই বিষাক্ত হলাম? আমি দুরন্ত সবুজের বুকে বয়ে গিয়েছিলাম বাতাসের মত ফুলের রেনু কিনবা ধুষর কোন পরমানুর মত আমি বেলী ফুল থেকে যোগার করেছিলাম একরাশ মুক্ত মধু আমি কালনী থেকে নিয়েছিলাম একঝাঁক স্নিগ্ধ সুর তবু কেন যে আমি পথভুলে ধুতুরার বনে গিয়েছিলাম আমি ধুতুরার বিষে কেন বিষাক্ত হলাম? আমি অনন্তকাল থেকেই অভিশপ্ত ছিলাম যখন ই আমি তোমার কাছে যেতে সংকল্পে বিদ্যমান তখনই আমি তোমাকে হারিয়েছি আরো দুর নীল নভোগনে যখন ই আমি তোমাকে -শুধু তোমাকে প্রার্থনা করেছি তখনই আমি দুরে ঠেলে দিয়েছি আরো অনেক বেশী কেন যে আমি তোমার মায়ায় জড়ালাম? কেন যে আমি তোমার প্রেমে শুদ্ধ হতে চাইলাম?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।