কিছুই বলার নাই । ফেইসবুক লিংক
ইচ্ছা আর বাস্তবতা সবসময় এক পথে হাঁটে না। আমার একটা ইচ্ছা ভালো কিছু শর্টফিল্ম তৈরি করা। পড়াশোনা আর কাজের চাপে নিজের ইচ্ছেটাকে বাস্তবে রূপ দেয়ার ফুরসৎ মিলছিল না। অবশেষে বন্ধু সাব্বির এর প্রেরনা আর উদ্যোগে শুরু করলাম একটা কাজ।
The Last Match নাম হল। হাতে সময় আছে মাত্র দুই দিন অথচ স্ক্রিপ্ট, লোকেশোন, ক্যারেকটার, কস্টিউম, ক্যামেরা, লাইট কোন কিছুই ঠিক নেই। "Celebrating Life 2013" এর জন্য বানানো হয়েছে ফিল্ম টি। এত প্রতিকূলতা ছাপিয়ে নিজের ১০০ ভাগ ঢেলে দিতে পারলাম না। এদিকে বিষয় আটকে দিয়ে জিনিসটা আরো জটিল করে ফেলল ।
"নারী ক্ষমতায়ন " ছিল এবারের বিষয়। কিছু পন করলাম এবার; ভালো ক্যামেরা, লাইট, কস্টিউম আর এডিটর ছাড়া কোন শ্যুটিং আর করব না। অল্পের ভিতরে জিরো বাজেটে কতদুর পেরেছি তা সত্যিই আমার জানা নেই।
ইউটিউব লিঙ্কঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।