আমাদের কথা খুঁজে নিন

   

সিম্ফোনি W20 এর মেমরি লো দেখায়,সমাধান চাই

রাফ ইউজের জন্য সিম্ফোনি W20 কিনলাম। র‍্যাম সম্ভবত ১২৮ MB. মাত্র ৫/৬ টা Apps ডাউনলোড করে ইন্সটল করেছি, তাতেই বারবার মেমরি লো দেখাচ্ছে। ৫ বা ৬ MB ফ্রি দেখাচ্ছে। Apps 2 SD Card ধরনের বেশ কয়েকটি Apps দিয়ে কয়েকটি Apps, Phone থেকে SD Card এ নিয়েছি, বাকি গূলো যাচ্ছে না। তাই আর ফোনটাতে কোন ধরনের Apps ও ইন্সটল করতে পারছিনা। বারবার শুধু দেখাচ্ছে 'মেমরি লো' । তাই কি করব ? কেউ যদি এ ব্যাপারে একটু হেল্প করেন তাহলে চির কৃতজ্ঞ থাকবো। সবার জন্য শুভ কামনা রইল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.