আমাদের কথা খুঁজে নিন

   

টেকটিউনস জরিপ [নভেম্বর-২০১৩] : জনপ্রিয়তার শীর্ষে সিম্ফোনি, নোকিয়া এবং স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোনগুলো !


উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করে দেশীয় ব্র্যান্ড সিম্ফোনি, দ্বিতীয় স্থানে রয়েছে নোকিয়া এবং তৃতীয় পর্যায়ে স্যামসাং, তার পরেই আছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ও ক্রমান্বয়ে বাকিগুলি।  
মনে আছে? বাংলাদেশের যখন অ্যান্ড্রয়েট এর ছোয়া লাগেনি? মনে থাকার কথা কারণ এটা মাত্র দুইবছর আগের অবস্থা যখন অ্যান্ড্রয়েড কি জিনিস এইটা মানুষ জানত না। স্মার্টফোন মানে ছিল আইফোন, ব্লাকব্যারি আর নোকিয়ার সিম্বিয়ান ফোনগুলি ! যদিও আমি হয়ত সঠিক জানিনা তবে সম্ভবত গ্রামীণফোনে অ্যান্ড্রয়েট সমৃদ্ধ "গ্রামীণফোন ক্রিস্টাল" টিই ছিল দেশের প্রথম অ্যান্ড্রয়েট নির্ভর জনপ্রিয় ফোন। আর এর পর থেকেই বিভিন্ন দেশীয় ব্র্যান্ড কোম্পানী যেমন সিম্ফোনি ব্যাপকহারে অ্যান্ড্রয়েট নির্ভর ফোন বিক্রি শুরু করে। সিম্ফোনির কিছু পরেই শুরু করে ওয়ালটন।


এখন প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড নির্ভর সিম্ফোনি, ওয়ালটন এবং স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন দেখা যায়। বলা যায় দেশ এখন অ্যান্ড্রয়েট ফোন দিয়েই ভর্তি দশবছর আগে মানুষ কল্পোনাই করেনি এরকম ফোন আসবে আর তারা কিনতে পারবে !
যাহোক স্মার্টফোন বলতে যে শুধু অ্যান্ড্রয়েড ই ! তাই কিন্তু না। নোকিয়ার উইন্ডোজ ফোন সম্বলিত লুমিয়াও বেশ জনপ্রিয়তা পেয়েছে। নোকিয়ার অর্জিত দ্বিতীয় স্থান দেখেই সেটি বোঝা যায়।
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।


-
সাইফুল ইসলাম সাইট ম্যানেজার টেকটিউনস

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.