আমাদের কথা খুঁজে নিন

   

বাড়িভাড়া অন্যায্য ভাবে বাড়ানো নিয়ে কিছু কি করতে পারি না?

ধুর ব্লগে আজকেই দু/তিনটি পোষ্ট দেখলাম বাড়িভাড়া বাড়ানো নিয়ে। ঢাকায় যেই পরিমান ছাত্র-ছাত্রীরা বাইরে থেকে এসে থাকে, তাদের প্রায় সবাইকেই উঠতে হয় কোন মেস বা হোস্টেলে। যারা হোস্টেলে আছে, তাদের ভাড়া খুব একটা না বাড়লেও যারা মেস করে থাকে, তাদের বছর বছর যেই পরিমানে ভাড়া বাড়ে, তাতে কুলিয়ে উঠা সম্ভব হয় না। আমরা কি কিছুই করতে পারিনা? যেই পরিমান ছাত্র-ছাত্রী আছি, তার ২৫% ও যদি একদিন কোন রাস্তার পাশে মানব-বন্ধন করা হয় তাতে মনে হয় ২-৩ কিলোমিটার রাস্তা কাভার হবে। কোন সহিংস ভাবে নয়, সুন্দর স্বাভাবিক গোছানো ভাবে কাজ করতে হবে। কোন নেতা নয়, সবাই সমান ভাবে দ্বায়িত্ব নিয়ে আগাতে হবে। আছেন কেউ? থাকবেন সাথে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।