আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ! এই প্রথম একটা ছবি ব্লগ! আমার কক্সবাজার ঘুরে আসা! -চট্টগ্রাম পর্ব

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক হঠাৎ দুই বন্ধুর মাথায় ভূত চাপলো। সমুদ্র দেখার লোভ হলো। কিন্তু, পারিবারিক বাধা! সমুদ্রে তখন গুতখালে মানুষের লাশের মিছিল! তবু বাঁধা মানার লোক কি আমরা! যাত্রা শুরু হলো- ১.যাওনের আগে বাস কাউন্টারে দাঁড়িয়ে! ওকি! মুখ হতে ধোঁয়া বের হচ্ছে! আগুন লেগেছে নাকি! আর এই পোলাটা কে! ২.পথের পাশে পাহাড়ী সবুজ! তারমানে চট্টগ্রামে প্রবেশ করে ফেলেছি! চট্টগ্রামে একদিনের যাত্রাবিরতি। বাস থেকে নেমে হোটেল। একটু ফ্রেস হয়ে বাটালি হিল! ৩.বাটালি হিলে উঠতেই উনি স্বাগত জানালেন! উরি বাবা! ৪.বাটালি হিলে দাঁড়িয়ে দেখা চট্টগ্রাম শহর! (ঢাকাটা যদি এভাবে দেখা যেতো!) ৫.বুড়ো কি শুধু মানুষ হয়? এই সাইনবোর্ডটাও কেমন যেনো বুড়িয়ে গেছে।

৬.এই ব্যাস্ত নগর, আমাদের আর সবুজের মাঝে এইরকম কাঁটাতার বিছিয়েছে! (দূরে কাশবনে ঢাকা পাহাড় দেখা যায়!) পাহাড় থেকে নেমে হোটেলে ফিরে ঘুম! বিকেল না হতেই তাড়া! নেভালে যাবো যে! উদ্দেশ্য কাঁকড়া ভক্ষন! কোথায় কাঁকড়া, কোথায় কি! নেভালে নেমে মুগ্ধ হয়ে গেলাম! ৭.নেভালে দাঁড়িয়ে নীল আলোয় স্নান! ৮.আলোর খেলা! ক্যামেরায় কি অনুভূতিটুকু বুঝানো যায়! (আরো অনেক ছবি নেভালে তুলেছি। সেগুলোতে আমি বা আমার বন্ধুরা আছে। তাই দিলামনা। প্রথম ছবিটাও দেওয়ার ইচ্ছে ছিলোনা। কিন্তু যাত্রা শুরুর একটা ছবি না দিলে কেমন লাগে! ) পরের পর্বে সমাপ্য।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।