আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই Shelter(আশ্রয়) বাবার কোলের চেয়ে নিরাপদ আশ্রয় একটি শিশুর জন্য আর কী হতে পারে? এবার আর কাকের ঠ্যাং বকের ঠ্যাং না, মানুষের ঠ্যাং নিয়েই টানাটানি শুরু করলাম। এর আগেও মানুষের portrait করেছি কিন্তু এবারেরটা একটু ভিন্ন ছিল। ছবির মডেল আমার সার্জারী ডিপার্টমেন্টের সিএ ডা: সাবের এ রাহমান ভাইয়া ও তার ছেলে জায়েদ। ভাইয়ার সাথে আমার একটা ছোটোখাটো যুদ্ধ হবার পর কিছুটা শান্তিচুক্তি করার প্রয়াসেই আমার এই ছবিটি আঁকা। তবে কেন জানি আরও অনেক ছবির মধ্যে এটাকেই মনে ধরেছিল। বরই মায়া লাগে আমার।নিচে আসল ফটোটি দেয়া হল ধন্যবাদ সবাইকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।