আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই এই ছবিগুলো গতবছর যখন ইন্টানী করি তখন আঁকা। বিশাল বিশাল এক একটা ৩ফিট সাইজ এর আর্ট পেপার এ রং পেন্সিলে আঁকা আর পরের দিন সারা মেডিক্যাল এ সবাইকে দেখিয়ে বেরানো "আমি ছবি একেছি, আমি ছবি একেছি ...লা লা লা লা। প্রফেসর, ডাক্তার, নার্স থেকে শুরু করে রোগী সহ হাসপাতাল এর দারোয়ান, মামা, এমনকি বাইরের চানাচুরওয়ালা ও আমার এইসব পাগলামী কে রীতিমত প্রশ্রয় দিয়ে গেছে। বরই আনন্দের দিন ছিল সেগুলো। এখন আপনারও দেখুন। আপনারও যদি প্রশ্রয় দেন মন্দ হয়না। DollHouse (পুতুলবাড়ি) LUNAtic (luna অর্থ চাঁদ, চাদনি রাতে কিছু কিছু মানুষের মাথায় অনেক রকম পাগলামি ভর করে, আমি বা আপনিও হয়ত তাদের মাঝে একজন) Isolation (বিছ্ছিন্নতা) মাঝে মাঝে কোন কারন ছাড়াই এলোমেলো লাগে সবই... The Suicide Tree (মরনবৃক্ষ) আশা করি সবাই ছবির মর্মার্থ বুঝে নিয়েছেন কারন আমার মনেও নেই কি ভেবে এটা একেছিলাম! Cage (খাঁচা) আমার বিষন্ন বিদ্রোহের মুক্ত খাঁচায় আমি বন্দী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।