আমাদের কথা খুঁজে নিন

   

নেদারল্যান্ডসের গির্জায় হাজার হাজার শিশু যৌন নিপীড়নের শিকার

নেদারল্যান্ডসের ক্যাথলিক গির্জায় হাজার হাজার শিশু যৌন নিপীড়নের শিকার হচ্ছে, দেশটির তদন্ত কমিটি আজ এ খবরে জানিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৫ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশটির গির্জায় লাখ লাখ শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। ওই সব শিশুর ওপর খ্রীষ্টান পাদ্রী অথবা তাদের সহযোগীরা ধর্ষণসহ নানা ধরনের যৌন নিপীড়ন চালিয়েছে। তদন্ত কমিটি যৌন নিপীড়নের সঙ্গে জড়িত আট'শ ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছে, যাদের মধ্যে ১০৫ জন এখনও জীবিত আছেন। ২০১০ সালে নেদারল্যান্ডসের গির্জাগুলোতে শিশুদের ওপর যৌন নির্যাতনের বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর দেশটির বিশপ কনফারেন্স এ বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেয়।

গির্জায় যৌন নির্যাতনের বিষয়ে ছয় সদস্য বিশিষ্ট যে কমিটি তদন্ত চালিয়েছে তাতে দেশটির সাবেক মন্ত্রী, সাবেক বিচারক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও মনস্তত্ত্ববিদ রয়েছেন। গির্জা কর্তৃপক্ষ যৌন নিপীড়নের ঘটনা সম্পর্কে অবগত থাকার পরও তা বন্ধে উপযুক্ত পদক্ষেপ নেয়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নেদারল্যান্ডস ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে খ্রিষ্টান গির্জায় পাদ্রীদের যৌন নিপীড়নের ঘটনা ঘটছে বলে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে। ওই সব খবর প্রকাশিত হওয়ার পর গত কয়েক বছরে লাখ লাখ মানুষ ক্যাথলিক গির্জা ত্যাগ করেছে। ক্যাথলিক খ্রিস্টান ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্টের বিরুদ্ধেও বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে।

# Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।