আমাদের কথা খুঁজে নিন

   

নেদারল্যান্ডসের বিশাল জয়ে ফন পার্সির রেকর্ড

রেকর্ড গড়ার পথে পার্সি ছাড়িয়ে গেছেন সাবেক স্ট্রাইকার প্যাট্রিক ক্লুইভার্টকে। ৮০ ম্যাচে পার্সির গোলসংখ্যা ৪১টি।
গ্রুপ 'ডি'র শীর্ষস্থান নিশ্চিত করে আগেই ব্রাজিল বিশ্ব কাপে উঠে গিয়েছিল ডাচরা। তবে তাতেও যে তাদের জয়ের ক্ষুধা মেটেনি, বিশাল ব্যবধানের এই জয়ই তার প্রমাণ।
নিজেদের মাঠে পার্সির হ্যাটট্রিকের দিনে আরো গোল করেছেন মিডফিল্ডার ত্রয়ী কেভিন স্ট্রুটম্যান, রাফায়েল ভ্যান ডার ভার্ট ও আরিয়েন রোবেন এবং স্ট্রাইকার জেরেমেইন লেন্স।

অপর গোলটি আত্মঘাতী। অতিথিদের পক্ষে একমাত্র গোলটি মিডফিল্ডার বালাজ সুজসাকের।
জিতেছে প্লে অফ খেলার দৌড়ে থাকা তুরস্ক ও রোমানিয়াও। তুরস্ক ২-০ গোলে এস্তোনিয়াকে ও রোমানিয়া ৪-০ গোলে অ্যান্ডোরাকে হারিয়েছে।
তুরস্ক ও রোমানিয়ার পয়েন্ট সমান ১৬।

তবে গোল গড়ে এগিয়ে আছে (+৪) তুরস্ক।
মঙ্গলবার শেষ ম্যাচে রোমানিয়া নিজেদের মাঠে খেলবে এস্তোনিয়ার সঙ্গে। তুরস্কও নিজেদের মাঠে খেলবে শক্তিশালী নেদারল্যান্ডসের সঙ্গে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।