আমাদের কথা খুঁজে নিন

   

সহজেই তৈরি করুন জিফ এনিমেশন ( ব্লিংকিং ইফেক্ট ) ( জানলে ভালো, না জানলে আরো ভালো মার্কা পোস্ট )

দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ সহজেই তৈরি করুন জিফ এনিমেশন সহজেই তৈরি করুন জিফ এনিমেশন ( টাইপিং ইফেক্ট ) এবার HSC পরীক্ষার্থী হওয়ার কারণে পোস্ট করার মত সময় হয়ে উঠছে না। একটু সময় বের করে পোস্ট করতে বসলাম। যেহেতু পূর্বের পোস্টে বিস্তারিত বর্ণনা করেছি, তাই আশা করি এই পোস্টটি সহজেই বুঝবেন।

ব্লিংকিং ইফেক্ট ► প্রথমে প্রতিটি ফ্রেম তৈরি করুন এবং 1,3,5,....... নাম দিয়ে সেভ করতে থাকুন। অর্থাৎ প্রতিটি ফ্রেমের পর একটি সংখ্যা ফাকা রেখে পরবর্তী ফ্রেম সেভ করুন। ► প্রতিটি ফ্রেমের পর একটি করে ব্লাংক ব্যাকগ্রাউন্ড দিয়ে 2,3,4,......... নাম দিয়ে সেভ করুন। ► এবার AnimateGif ব্যবহার করে তৈরি করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত এনিমেশন। পরবর্তী পোস্টে ইনশাল্লাহ ফ্লোটিং ইফেক্ট দেখাব।

আর যারা টিটির টিউনার, ফলোয়ার, শুভানুধ্যায়ী তাদের সাথে আশা করি মিটআপে দেখা হবে। পূর্বে টিটি তে প্রকাশিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।