আমাদের কথা খুঁজে নিন

   

সোলস ব্যান্ড (সব এ্যালবাম এর কভার +)সোলস ফ্যানরা না পড়লে পস্তাইবেন

ভাল মনের বন্ধু চাই। সোলস ব্যান্ড এর গান ১ম শুনি ৪ বছর বয়সে, যা ছিল মন মুধু মন ছুঁয়েছে একটি নাটকে। তার পর সোলস ব্যান্ডের আর কোন গানশুনা হয়নি (৯ বছর)। যখন ১৯৯৪ সালে ৮ম শ্রেনীতে পড়ি তখন এ এমন পরিচয় এ্যালবাম টি প্রকাশিত হয়। তার পর থেকে এখনও শুনছি।

আমি মূলত আইয়ূব বাচ্চুর ফ্যান। আইয়ূব বাচ্চুর গান শুনতে সোলস ব্যান্ড এর গান মুনা শুরু করি (আইয়ূব বাচ্চু সোলসে ছিলেন)। তা যাই হোক এবার মূল পোস্টে আসি ১ম এ্যালবাম টি ছিল সুপার সোলস মন মুধু মন ছুঁয়েছে ,তোরে পুতুলের মত ইত্যাদি গান ছিল। ২য় এ্যালবাম কলেজের করিডোরে এই এ্যালবাম এর উল্লেখ যোগ্য গান কলেজের করিডোরে,ফুটবল ফুটবল,ইত্যাদি (আইয়ূব বাচ্চুর ১ম গান চলনা হারিয়ে যাই ছিল) ৩য় এ্যালবাম মানুষ মাটির কাছাকাছি তেমন তেমন কোন উল্লেখ যোগ্য গান নেই(আমার মতে)আইয়ূব বাচ্চুর হারানোবিকালের গল্প ছিল। ৪র্থ এ্যালবাম East and West তেমন তেমন কোন উল্লেখ যোগ্য গান নেই(আমার মতে)আইয়ূব বাচ্চুর ভেবে মনে ব্যাথা পাই,জ্যোৎনা রাতে।

৫ম এ্যালবাম এ এমন পরিচয় সবচেয়ে জনপ্রিয় ও আমার প্রিয়। উল্লেখ যোগ্য গান এ এমন পরিচয়,সাগরের প্রান্তরে,ভালবাসি সবুজ মেলা,কেন এমন হল,কেউ নেই করিডোরে । ৬ ষ্ঠ এ্যালবাম আজ দিন কাটুক গানে আজ দিন কাটুক গানে,চায়ের কাপে,এরই মাঝে,ব্যস্ততা উল্লেখ যোগ্য । ৭ম এ্যালবাম অসময়ের গান এলোমেলো কথা,ঐ দূর নীলে,যেতে যেতে পরিচয় আমার প্রিয়। ৮ম এ্যালবাম মুখরিত জীবন এ এ্যালবামটি পুরাতন কিছু গান ও ভারতীয় শিল্পির গান + ৪ টি নতুন গান ছিল।

বি.টি.বির জলসা নামক একটি অনুষ্ঠানে বাঁশি শুনে আর কাজ নাই গানটি পার্থ গেয়ে ছিলেন যা খুবই জনপ্রিয় হয় তা এ্যালবামে আছে। ৯ম তারার উঠানে এই এ্যালবামে আমার প্রিয় গান রোদেলা দুপুরে,যতখানি সময়ে,শেষ সূর্যাস্তে । ১০ম টু লেট এই এ্যালবামে আমার প্রিয় গান বাংলাদেশ,কথা এখনো লিখিনি, সন্দেহ, মানুষ,সপ্ন লোকের চাবি। ১১তম ঝুটঝামেলা প্রিয় গান নেই তুমি নেই,বৃষ্টি,অভিমান,Separation.। কিংবদন্তি দলছুট ও সোলস ১২ তম জ্যাম সেই রকম প্রিয় বর্ণচোরা আজও ২০-২৫ বার শুনলাম ।

প্রিয় গান নতুন ভোরে,প্রিয়মুখ,বৃষ্টি। এ্যালবাম কিনে শুনুন। সম্ভব না হলে জ্যাম ১২ তম এ্যালবাম এখান থেকে ডাউনলোড করুন http://www.mediafire.com/?d3e4blble4twqb7 নাসিম আলী খানের ১ম এ্যালবাম ‍"‍যতীন স্যারের ক্লাসে" গানটি অসম্ভব জনপ্রিয় হয়ে ছিল। নাসিম আলী খানের ২য় এ্যালবামকিছুক্ষন আগে অসম্ভব প্রিয় ১টি এ্যালবাম। সবগুলি গানই ভাল।

নাসিম আলী খানের ২টি এ্যালবামই আইয়ূব বাচ্চুর সুর ও সংগীতে। নাসিম আলী খান সূত্রঃ কিছু ছবি নেট থেকে নেওয়া। বেশির ভাগ আমার স্ক্যান করা। স্ক্যানার টি নষ্ট হওয়ায় কিছু মোবাইল দিয়ে তোলা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।