প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! বিনোদিনী তোমাকে বাধতে পারিনি আমার এই জীবনে বিনোদিনী তোমাকে আজো ভুলিনি আমার এই স্মরণে তুমি ছিলে এই আকাশে তারাহীন চাঁদ তুমি ছিলে আমার দিন, জোছনাময় রাত বিনোদিনী তোমাকে বাধতে পারিনি আমার এই জীবনে বিনোদিনী তোমাকে আজো ভুলিনি আমার এই স্মরণে তুমি চেয়েছিলে বাধন আমার তুমি চেয়েছিলে অকারণ বারবার তাই আমিও পারি নি আর ফিরে তোমার ও পথে যাবার বিনোদিনী তোমাকে বাধতে পারিনি তোমাকে আজো ভুলিনি আমার এই জীবনে আমার এই স্মরণে আমাদের দেশের ব্যান্ড সোলস নাকি গানের লিরিক খুজতাছে তাই তাদের জন্য একটা গান লেখার অপ্রচেষ্টা চালাইলাম জানি না কি হইছে।দিলাম পাঠাইয়া দেখি কী হয়।খুবি পাতলা একখান লেখা হইছে আমি বুজতে পারতেছি তারপরো দিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।