চোখের বদলে চোখ নেওয়ার নীতি গোটা পৃথিবীকে অন্ধ করে ফেলেছে...গান্ধীজি
তিনজন চোর এক গৃহস্থের বাড়ী নারকেল চুরি করতে গেল। একজন গাছে উঠল,একজন গাছের নিচে থাকল নারকেলগুলি গুছিয়ে রাখার জন্য এবং অন্যজন পাহারা দিতে লাগলো। হঠৎ বাড়ীর মালিক জেগে গেছে টের পেয়ে যে পাহারা দিচ্ছিল সে অন্যদের সতর্ক করে দিয়ে পালিয়ে গেল। যে গাছের নিচে ছিল সে তাড়াতাড়ি নারকেলগুলোকে তিন ভাগে ভাগ করল এবং দুইভাগ রেখে একভাগ নিয়ে বাড়ী চলে গেল। একটু পরে মালিক এদিক-ওদিক ঘোরাফেরা করে ঘুমুতে গেল।
তখন যে গাছের উপরে ছিল সে নেমে এসে নারকেলগুলোকে তিন ভাগে ভাগ করল। কিন্তু একটা নারকেল অবশিষ্ট রইল। সে দুইভাগ রেখে তার ভাগ এবং অবশিষ্ট নারকেলটি নিয়ে বাসায় চলে গেল। খানিকপর অপর চোরটি এসে বাকী সব নারকেল নিয়ে বাড়ী চলে গেল। সকালে কে কয়টি নারকেল পেয়েছে হিসাব করতে গিয়ে দেখল সবাই নারকেল সমান পেয়েছে।
পাঠকরা বলুন তো চোরেরা মোট কয়টি নারকেল পেড়েছিল??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।