আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ সংকট নিয়ে হাসিনা সরকারের 'পুমা' খাওয়ার সমূহ সম্ভাবনা

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

সারা দেশেই এখন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে। গত নির্বাচনে অভূতপূর্ব গণরায়ের প্রত্যুত্তরে বাংলাদেশের মানুষের জন্য হাসিনা সরকারের এটিই সম্ভবত প্রথম উপহার! বলা ভালো, ভ্যালেন্টাইন উপহার। শীতকালে বিদ্যুতের এমন ভয়াবহ অবস্থা- কে কল্পনা করেছে! এখনই যখন এই অবস্থা, গ্রীষ্মকালে কী ঘটবে, তা কেবল অনুমানই করা যায়। ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক আমলে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক যথেষ্ট ভালো ছিল। কিভাবে ছিল, সেইটা আমাদের জানার দরকার নেই।

এই সরকার ক্ষমতায় আসার পরপরই বিদ্যুতের করুণ অবস্থা কেন দাঁড়াল- তাও আমরা জানতে চাই না। কোথাকার গ্যাস কোন্ জাহান্নামে যাচ্ছে কি যাচ্ছে না, কাপ্তাই কি শিকলবাহার বিদ্যুৎকেন্দ্র বন্ধ কি খোলা- এসবের কিছুই জানতে চাই না। আমরা শুধু বিদ্যুৎ চাই। সন্ধ্যার পর ঘরে একটু আলো জ্বালাতে চাই। এর বেশি চাওয়া নেই আমাদের।

মানুষ টাকা দিয়ে সরকারের কাছ থেকে বিদ্যুৎ কিনতে চাইছে। মাগনার কোনো ব্যাপার নেই এখানে। সরকার এখানে জনসেবাও করছে না। তারপরও সরকারি কর্তাব্যক্তিদের কথাবার্তা দেখলে মনে হয়, তারা দয়াপরবশ হয়ে আমাদের কিছু বিদ্যুৎ দান করছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তো বলেই বসলেন, প্রয়োজনে গ্রামের বিদ্যুৎ শহরে দেওয়ার ব্যবস্থা করা হবে।

কেন? গ্রামের ওরা মানুষ না, জনাবা মতিয়া চৌধুরী? অমি ঠিক জানি না, ডিজিটাল সরকার চালাতে এক্সট্রা ডিজেল বা বিদ্যুৎ লাগছে কিনা। ডিজিটাল সবকিছুই সাধারণত বিদ্যুতের ওপর নির্ভরশীল। সেখানে ডিজিটাল সরকারইবা বাদ যাবে কেন? তবে জানিয়ে রাখছি, বিদ্যুৎ সংকট নিয়ে হাসিনা সরকারের 'পুমা' খাওয়ার সম্ভাবনা অত্যধিক। খোদার কসম! ছবি : ওয়েব থিকা মার্ছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.