আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দিত গাধা!

ফোঁটায় - ফোঁটায় লিখব! ধার করা গল্পটি বলে চলে যাব। অনেক রাত হয়েছে -- --- ছেলেটি তখন পঁাচ বছরের। স্কুলে যাওয়া সবে শুরু করেছে। ছুটিতে মার সাথে চিড়িয়াখানা জাতিয় কোন এক জায়গায় বেড়াতে গিয়েছে। সব কিছু ঘুরে দেখতে দেখতে এক জায়গায় হঠাৎ দঁাড়িয়ে গেল।

ওদিকে মা'তো অাপন মনে হাঁটছে। কিছুদূর গিয়ে পাশে ছেলেকে না দেখে আঁতকে উঠে পিছনে ছুটলো। মা দেখলো ছেলে তার একটা গাধার খাঁচার সামনে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে। একটু কাছে গিয়ে মা দেখলো 'কামোদ্দীপ্ত' গাধাটেকে। ছোট ছেলের হাত ধরে মা টেনে নিয়ে এলো।

কৌতুহলি ছেলে মা'কে বললো, 'মা - গাধাটার পিছন দিকে তিনটি পা কেন?' মা একটু ভেবে বললো, ' ও এখন আনন্দিততো, তাই!' কিছুদিন পরে স্কুল খুললে, ছেলেটির ক্লাসের মিস্‌ সবাইকে বললেন, 'ভ্যাকেশনে তোমরা যা যা দেখেছো, সেগুলোর মধ্যে সবচেয়ে মজার জিনিসটির ছবি আঁক। ' ছেলেটি সবার আগে মিস্‌কে জমা দিল-পিছনদিকে তিন পা ওয়ালা গাধার ছবি! ক্যাপসন:'আনন্দিত গাধা। ' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।