আমাদের কথা খুঁজে নিন

   

কি যে আনন্দিত লাগতাছে...................



ও আল্লা এ তো দেখি বিশাল কান্ড যে............. সামু কতৃপক্ষ আমাকে নিরাপদ ব্লগার ঘোষনা করেছে। (আচ্ছা একটা ব্যাপার নিরাপদ ব্লগার মানে কি? আমি অন্যদের জন্য নিরাপদ নাকি অন্যরা আমার জন্য নিরাপদ) আহা কি আনন্দ!!!!!!!!! আমার কি যে আনন্দিত লাগতাছে................... আচছা যারা ইতিমধ্যে নিরাপদ ব্লগার হিসেবে ঘোষিত হয়েছেন সকলেই কি আমার মত আনন্দিত হয়েছিলেন। নাকি আমিই শুধু ছেলেমানুষী আনন্দ প্রকাশ করছি। সামু কতৃপক্ষকে এক আকাশ .......থেংকু.........থেংকু...........থেংকু........ তো এই আনন্দকে সেলিব্রেট করছি আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ-এর একটি কবিতা দিয়ে। কবিতা আবার একটু বেশি কিঞ্চিত প্রিয় বিষয় কিনা, তাই.............. হঠাৎ মৃত অজস্র বুনো হাঁস পাখা মেলে উড়ে চলেছে জোছনার ভিতর কাউকে মৃত্যু ফেলে দিল নিচে-অন্ধকারের অচল অভ্যাসের ভিতর।

রূপসী প্রথম প্রেমের আস্বাদ পেতে যাচ্চিল : শোনো-গলার ভিতরে তার মৃত্যুর গোঙরানি; সে নিজেও মৃত্যু যেন, বিবেক নেই আর তার। কবি চোখ মেলে বলেছিল : আমার হৃদয়ের ভিতর ইন্দ্রধনুর মতো কত বুদবুদ, হিম মৃত্যু এসে চোখ অন্ধকার করে ফেলল তার। এইসব হঠাৎ- মৃত্যু এইসব হঠাৎ- মৃত আজ এই শীতের রাতের অরণ্যের কিনারে বিক্ষুদ্ধ বাঘের মতো গর্জন করে উঠছে যেন। গর্জন করে উঠছে আমার হৃদয়ের অরণ্যে। রূপ-প্রেম-খ্যাতি-সুপক্ব রৌদ্রের ভিতর দাতের এনামিল ঝিকমিক করে উঠে পবিত্র সমুদ্রের মতো- চিরন্তন।

হায়, সোনালি বাঘ-প্রেত, তোমাদের জন্য শুয়ারের মাংস শুয়ারের মাংস শুধু; মৃত্যু তোমাদের ফেলে দিয়েছে অন্ধকারের অচল অভ্যাসের ভিতর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।