আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলেই ফাইল আনজিপ করুন ছোট্ট একটি সফটওয়্যার ব্যবহার করে

উন্মাদ বালক বইলাই কিন্তু আমি পুরা উন্মাদ না, সামান্য কয়টা তার ছিড়া... দৈনন্দিন জীবনে যেকোনো প্রয়োজনীয় ফাইল শেয়ারিং বা কাউকে ই-মেইল পাঠানো অথবা ওয়েবে প্রকাশ করার জন্য ফাইলটি সংকোচন বা একত্রীকরণের (জিপ) প্রয়োজন পড়ে। এ কাজে ব্যবহার করা হয় 'জিপ ম্যানেজার'। সাধারণত কম্পিউটারের মাধ্যমে ফাইল জিপ বা আনজিপ করা হয়। কিন্তু যাঁদের মোবাইলই একমাত্র ভরসা, তাঁদের পড়তে হয় ঝামেলায়। মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করা হয় সাধারণত Zip/Gzip/Rar/Tar ফরম্যাটে।

তখন এ ফাইলটি open বা extract করার জন্য অনেকেই কম্পিউটারের শরণাপন্ন হন। কিন্তু জিপম্যান সফটওয়্যার ব্যবহার করে মোবাইলের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব। এই সফটওয়্যারটি মোবাইলে ইনস্টল থাকলে, মোবাইলের যেকোনো ফোল্ডারে থাকা Zip/GZip/Rar/Tar ফরম্যাটের ফাইল সরাসরি মোবাইলে ব্যবহার করা যাবে অথবা আলাদা ফোল্ডারে Extract করা যাবে। তা ছাড়া যেকোনো file/document Zip করা যাবে। সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সব মোবাইলে এ সফটওয়্যারটি ব্যবহার করা যাবে।

বর্তমানে Zipman2.50 ভার্সনটি পাওয়া যাচ্ছে এবং এটি সম্পূর্ণ ফ্রি। নিচের লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। এখনে ক্লিক করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.