আমাদের কথা খুঁজে নিন

   

এবার মোবাইলেই হার্ট টেস্ট করা যাবে

সেলফোন ব্যবহার করে হার্ট টেস্ট করতে সক্ষম যন্ত্র বানিয়ে টেকনোলজি দুনিয়ার বাঘা বাঘা আবিষ্কারকদের তাক লাগিয়ে দিয়েছেন ১৭ বছরের মার্কিন কিশোরী ক্যাথেরিন ওং। তার বানানো ব্লুটুথ এনাবলড ডিভাইসটি ব্যবহার করে ইলেক্টোকার্ডিওগ্রাম, ইসিজি/ইকেজি করা যাবে। খবর ম্যাশএবল-এর। মোবাইল ফোন থাকলেও চিকিৎসা সুবিধা সীমিত, এমন মানুষদের সাহায্য করার মতো ডিভাইস বানানোর জন্য চেষ্টা করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা ক্যাথেরিন ওং। ওং-এর তৈরি ডিভাইসটি অনেকটা পোর্টেবল ইলেকট্রোকার্ডিওগ্রাম এবং ইসিজি হিসেবে কাজ করে।

গুগল সায়েন্স ফেয়ারে ওং তার প্রজেক্ট ডেসক্রিপশনে লিখেছিলেন, ‘এ গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে, এমন একটি ডিভাইস তৈরি, যাতে কার্যক্ষম ব্লুটুথ সুবিধা থাকবে। ডিভাইসটি হবে টেলিমেডিক্যাল ইলেকট্রোকার্ডিওগ্রাফ প্রোটোটাইপ, যা ইকেজি ছবি তুলে দূর থেকেই হৃৎপিণ্ড পরীক্ষা করতে সাহায্য করবে। ’ ওং-এর তৈরি ডিভাইসটির রয়েছে মূল দু’টি অংশ। একটি ওয়্যারলেস এনাবলড ট্রান্সমিটার এবং একটি মাইক্রোপ্রসেসর, যা সেলফোনের স্ক্রিনে হৃৎপিণ্ডের ইকেজি ছবি দেখাবে এবং একটি বিশেষ সার্কিট যা হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সিগনালগুলো অ্যাপপ্লিফাই করে। পোর্টেবল হার্ট টেস্ট ডিভাইসের বদৌলতে ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-এর ভিডিও কনটেস্ট জিতে নেন ওং।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.