আমাদের কথা খুঁজে নিন

   

স্ট্যাটাস

------ আজকাল দেখছি দেরীতে অফিসে আসাটা এক ধরনের status-এ পরিণত হয়েছে...সব অফিসে আছে কিনা জানিনা...তবে সরকারী অফিস গুলোকে অবশ্যই বাদ দেয়া যায়না। আমরা আগাবো কি করে। সরকারী অফিসে একটা কাজের জন্য গেলেন.দেখা গেল বড় সাহেব এখনো আসেননি...অথচ অফিস শুরু হয়ে গেছে এক ঘন্টা আগে। দুপুরে বড় সাহেব lunch করতে গেলেন .তো আর দেখা নেই ..তিনি এলেন সেই বিকেল তিনটে। কর্পোরেট অফিস গুলোর রামায়ন আবার অন্য রকম।

কোথাও সব কিছু একদম ঠিকঠাক....আবার কোথাও এখনো চলে slavery। বস অফিস থেকে বের না হলে কেউ বের হবেনা...কাজ থাকুক বা নাই থাকুক...রাত দশটা বাজুক কি তেরোতা বাজুক। কিন্তু university-র ক্লাসে দেরীতে আসা মানে নির্ঘাত শাস্তি ...অথবা সেদিনের ক্লাসে ঢুকতে না পারা। হেড অব দ্য ডিপার্টমেন্টের রোষানলে পড়া...টার্ম টেস্টে নাম্বার কম পাওয়া। তারপর লেকচার আপডেট নেয়ার জন্য বন্ধুদের কাছ থেকে খাতা ধার নেয়া তাও আবার ঘুষ দিয়ে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.