আমার এই পথ চলাতেই আনন্দ..... ২৯ মার্চ ২০১৩ প্রেস বিজ্ঞপ্তি শহীদ রুমী স্কোয়াড এর অনশনরত সহযোদ্ধাদের সাথে গণজাগরণ সংস্কৃতি মঞ্চের সংহতি এবং অংশগ্রহণের সিদ্ধান্ত গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগ আন্দোলনে ক্রিয়াশীল ২৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘গণজাগরণ সংস্কৃতি মঞ্চ’। ২৮ ফেব্রুয়ারি থেকে গণজাগরণ সংস্কৃতি মঞ্চ ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচী প্রণয়ন করে আসছে । গত ২৬ শে মার্চ রাত থেকে আমাদের সহযোদ্ধা সংগঠন ‘শহীদ রুমী স্কোয়াড’ প্রজন্ম চত্বরে জামাত-শিবিরের রাজনীতি বন্ধ এবং তাদেরকে নিষিদ্ধ করার দাবীতে আমরণ অনশনের ডাক দিয়েছে এবং গণঅনশণে অবস্থান নিয়েছে। আমাদের বিশ্বাস নিঃসন্দেহে ‘শহীদ রুমী স্কোয়াড’ এর এই পদক্ষেপ গণজাগরণ আন্দোলনকে আরো বেগবান করবে। গণজাগরণ সংস্কৃতি মঞ্চ আজ দুপুরে এক সাধারণ সভায় সীদ্ধান্ত গ্রহণ করেছে যে 'শহীদ রুমী স্কোয়াড' এর সহযোদ্ধাদের সাথে সংহতি জানিয়ে আজ রাত ১২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত গণঅনশনে অংশগ্রহণ করবে। এছাড়াও গণজাগরণ সংস্কৃতি মঞ্চ পরবর্তী দিনগুলোতেও ধারাবাহিক কর্মসূচী গ্রহণ করবে। একই সাথে গণজাগরণ সংস্কৃতি মঞ্চ সকল সামাজিক- সাংস্কৃতিক সংগঠন এবং সকল স্তরের জনসাধারনকে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের এই গণঅনশন কর্মসূচীতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছে। আমরা বিশ্বাস করি, এই যুদ্ধে বিজয় আমাদের সুনিশ্চিত। জয় বাংলা । বার্তা প্রেরক, শামীম আরা নীপা, মুখপাত্র, গণজাগরণ সংস্কৃতি মঞ্চ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।