আমাদের কথা খুঁজে নিন

   

হিস্ট্রি অব দি প্রেস ইন বাংলাদেশ

পৃথিবীর অন্যান্য দেশে গণমাধ্যম নিয়ে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ সব বই প্রকাশিত হয়। তুলনামূলকভাবে বাংলাদেশে গণমাধ্যম বিষয়ে প্রকাশনা খুব বেশি নয়। সম্প্রতি ইংরেজি ভাষায় রচিত 'হিস্ট্রি অব দি প্রেস ইন বাংলাদেশ' শিরোনামে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসনির্ভর মূল্যবান একটি গ্রন্থ বাজারে এসেছে। এ গ্রন্থে উপমহাদেশীয় সংবাদপত্রের ইতিহাস, সংবাদপত্রের আধুনিক যুগের সূচনা, বাংলা ভাষা ও মুদ্রণ কৌশলের আদি অবস্থা, তদানীন্তন পূর্ব পাকিস্তানের সংবাদপত্রের পরিচিতি এবং বাংলাদেশের প্রতিটি সংবাদপত্রের ধারাবাহিক সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। গ্রন্থ রচয়িতা মোহাম্মদ গোলাম কিবরিয়া এদেশের একজন গুণী সংবাদকর্মী ও প্রশিক্ষক।

তিনি দীর্ঘদিন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলেন। তার কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা এ গ্রন্থের নানা অধ্যায়ে প্রতিফলিত হয়েছে। দেশীয় গণমাধ্যম নিয়ে আলোচনার পাশাপাশি এ দেশের সমাজ ও সংস্কৃতি নানা প্রসঙ্গ সুচারুভাবে আলোচনা করেছেন তিনি। তিনি দেশের রাজনীতি ও অর্থনীতির আলোকে বিষয়ের উপস্থাপনা ও বিশ্লেষণ করেছেন। প্রতিটি অধ্যায়ে লেখকের ইতিহাস ও রাজনৈতিক সচেতনতার প্রমাণ পাওয়া যায়।

ব্রিটিশ ও পাকিস্তানি আমলে সংবাদপত্র প্রকাশ করতেন রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবীরা। কিন্তু ১৯৯০ এর দশক থেকে ধীরে ধীরে বড় পুঁজি এ শিল্পে অনুপ্রবেশ করেছে এরং এর ফলে সংবাদপত্রের চরিত্র বদলাতে শুরু করেছে। গ্রন্থকার এ দেশে সাংবাদিক ইউনিয়নের উৎপত্তি, বিকাশ ও সংগ্রামী ভূমিকার বিবরণও তুলে ধরেছেন। সাংবাদিকদের বেতন কাঠামো, সংবাদের বিশ্বাসযোগ্যতা, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট আইনও এ গ্রন্থে আলোচনায় স্থান পেয়েছে। সাতশ চার পৃষ্ঠার এই মূল্যবান গ্রন্থ প্রকাশ করেছে ইস্টার্ন পয়েন্ট।

বইটির মূল্য ৮০০ টাকা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.