আল বিদা
(ব্লগের শ্বাশত বিষয়ক কতিপয় ঘটনার পরিপ্রেক্ষিতে)
আমি মতিঝিলের সিটি সেন্টারের মার্কেটিং এ কাজ করি। ৩৭ তলা এ ভবনটি দেশের সবচেয়ে উচু ভবন।
মার্কেটিং এ কাজ করার অনেক ক্লায়েন্টের সাথে আমার ডিল করতে হয়। ভাল প্রোফাইলের ক্লায়েন্ট হলে আমরা পেপারে এগ্রিমেন্ট সাইনিং এর ছবি দিয়ে নিউজ কাভারেজ দেই।
গ্রামীনফোনের সাথে ডিল ফাইনাল হল।
তাদের CTO সহ কয়েকজন আসলেন এগ্রিমেন্ট সাইন করতে। সাইনের পর ফটোসেশনের জন্য দাড়ালাম। এই ছবিতে ডিলিং পারসন হিসেবে আমার থাকার কথা। আমি হেভী একটা মুড নিয়ে দাড়ালামও। হঠাৎ আমাদের এক ম্যানেজার যিনি এই কাতারে থাকার কথা না তিনি কি একটা ঠিক করতে আসলেন।
এসে আমাদের দাড়ানো ঠিক করে আমাকে মারলেন এক গুতা। আমি ছবির এই লাইন থেকে ছিটকে পড়লাম।
পুরো ডিলটা আমার করা, সাইনিং এর সব আয়োজন এমনকি এগ্রিমেন্টটাও আমার রেডী করা। অথচ সাইনিং এর ছবিতেই আমি নাই। আরও দুঃখের ব্যাপার এই ছবিসহ প্রেস রিলিজ বুকে পাথর চেপে আমাকেই লিখে বিভিন্ন পত্রিকা অফিসে পাঠাতে হয়েছে।
পুরো ঘটনাটা নিচের ছবির সিরিয়ালেই বোঝা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।