অবুঝ ম্যান। কিচ্চু বুঝি নাই। সৌর্য কোন দিক দিয়া উত্থান হয় । হি হি । তদন্ত প্রতিবেদনে জামায়াতে ইসলামির সাবেক আমির গোলাম আযমকে একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে৷ আর গোলাম আযম বলেছেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যাবেনা৷ অবশেষে গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন ট্রাইবুন্যালে দাখিল করল প্রসিকিউশন৷ প্রসিকিউশনের প্রধান এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু সোমবার আদালতে মোট ৩০৭ পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন৷ মূল প্রতিবেদন ১০ হাজার পৃষ্ঠার৷ গোলাম আযমের বিরুদ্ধে ৫২টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়ছে ৷ সাক্ষী ৪০ জন৷ আদালত এই তদন্ত প্রতিবেদন ট্রাইবুন্যালের রেজিষ্ট্রারের কাছে জমা দেয়ার নির্দেশ দেন৷ এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু জানান তারা গোলাম আযমের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারিরও আবেদন করেছেন৷ আদালত শিগগিরই এবিষয়ে শুনানি করবেন৷ প্রসিকিউটর এ্যাডভোকেট রাণা দাসগুপ্ত জানান, একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার মূল পরিকল্পনাকারী গোলাম আযম৷ তিনিই বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী৷ তার পরিকল্পনা এবং নেতৃত্বে রাজকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটি গঠন করা হয়৷ আর তিনি তখন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামির প্রধান হিসেবে পাকিস্তানী বাহিনীকে সহায়তা করেন৷ পাকিস্তান সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন৷ এবং তার দলের কয়েকজন মন্ত্রীত্ব গ্রহণ করেন৷ ট্রাইবুন্যালে তদন্ত প্রতিবেদন দাখিলের পর গোলাম আযম তার মগবাজারের বাসার সামনে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করা যাবেনা৷ এদিকে ট্রাইবুন্যালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবী সাক্ষী মহাবুবুল হক হাওলাদারকে জেরা করেছেন৷ আর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরির ৬টি আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে৷ ১৯শে ডিসেম্বর আদেশ দেয়া হবে৷ নিজে আইনজীবী নিয়োগ না দেয়ায় আদলাত সালাউদ্দিন কাদের চৌধুরির জন্য একজন আইনজীবী নিয়োগ দিয়েছে৷ বিস্তারিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।