আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার যুগল বসবাস

পুরনো আমিটাই ভাল ছিলাম... হে দিগভ্রান্ত কবি, হাল ধর দিশেহারা কবিতার; তোমাতেই লুকিয়ে স্ফুরণ যত কেন মজ্জায় জমছে অনুকরণ? কেন পথ ভুলে চলেছো পরভৃত পথে? বর দেয় নি কেউ কোনদিন কালজয়ী কবিতা লিখতেই হবে; তোমার কলমের কালিতে যদি- লেখা হয় অতি সাধারণ কবিতা কোন এক আটপৌরে হৃদয়ে, সেইতো কবিতার জয় সেইতো বেঁচে থাকা সুন্দর! তোমার শব্দেরা নাড়িয়ে দেবে না সমগ্র পাঠকের চেতনা, তোমার আনাড়ি অনুভূতি ছুঁয়ে যাবে না সবগুলো অনুভব। তবুও তুলে নাও কলম, লিখে যাও মানুষের কথা, জীবনের গান; শব্দের দূতিয়ালি যদি হয়ে ওঠে দুর্বোধ্য ভাবনার দেয়াল, তবে কেন অযথাই সময়ক্ষেপণ? তবে কেন লিখে রাখা নিউরণ ইতিহাস? হাল ধর কবি, কর উপমার চাষবাস বুকের গহীনে জ্বালো বহ্নিশিখা প্রাচীন চেতনার কর উদ্ভাস; বৃক্ষসুখে তোলো সৃষ্টির উল্লাস, সবুজ শক্তিঘরে। তোমার অপেক্ষায় শব্দেরা কাঁদে, হে নাবিক তুমি কার? কবিতার; যুগল বসবাস। ১.০.১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।