আমি পাবর্ত্য চট্টগ্রামের একজন সাধারন মানুষ , আজ বহু দিন পর লিখতে বসেছি একটি মাত্ত্র কারন , যখন দেখী কোন উপজাতিকে ঘুষ দিতে হচ্ছে, সাধারন কোন ব্যবসা করতে দিতে হচ্ছে চাদা, প্রশাসনের সামনেই হচ্ছে এ রকম চাদাবাজি, আমরা স্বাধীন বাংলাদেশে থেকেও যখন উপজাতিদের চাদা দিয়ে চলতে হয , তখন বলতে বাধ্য হচ্ছি ।অৗযমিলীগ সরকার পার্বত্য চুক্তি করেছিল পাহাড়ী বাঙ্গালী শান্তেতে বাচার জন্য আমরা কি শান্তিতে আছি? প্রিয় পাঠক আপনারা হয়ত সবাই জানেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি বাংঙ্গালি সমস্যা আজ দীর্ঘ দিনের একানে সন্তু লারমার নির্দেশে চলছে বাঙ্গালি নিধন অভিযান , আর সেই সন্তু লারমাই টেলিভিশনের সামনে বতৃতা দিচ্ছে বাঙ্গালীরা পাহাড়ীদের উপর নির্যাতন চালাচ্ছে, একটি বাস্তব উদাহরন দিয়ে শেষ করছি, গত ৯/১২/২০১১ ইংরেজি তারিখ রাত ১টার দিকে চিটাগাং থেকে খাগড়াছড়ি ( আমার বাসা ) যাচ্ছিলাম ,(গুইমারা থানা পুলিশ) রাস্তায় টহল পুলিশ আমার গাড়ি টার গতিরোধ করে, এবং গাড়িটি তল্যাশি করে, সেখানে সিটের উপর একটি বিদেশী মদের বোতল পায় , পুলিশ আমাকে জিঞ্জাসা করে , বোতলটি কার , আমি উত্তর দিলাম যেহেতু আমার গাড়িতে পাওয়া গেছে সেহেতু নিশ্চই আমার , পুলিশ অফিসারটি বলল আমি নাকি মদ ব্যবসা করি , এই বলে সে আমার ড্রাইভারকে বলল গাড়ি সহ থানায় নেওয়ার জন্য , এবং গাড়িটি থানায় নেওয়া হল আমার সাখে আমার আরও ২ জন বন্ধু ছিল , আমরা সবাই ছিলাম কাঠ ব্যযবসায়ী , ড্রাইভার সহ আমাদের সকলকে সেলের মধ্যে সারা রাত্ত্র আটক রাখা হল, পরদিন সকালে অফসিারের চাহিদা মিটিয়ে আমরা সবাই ছাড়া পেলাম , প্রশ্ন হল যেখানে পাহাড়ীদের বাড়িতে প্রকাশ্যে মদ তেরি করা হয় , মদ পান/ মদ বিক্ক্রয় করা হয় সেখানে কি কখনো পুলিশ রেড করেছে , উত্তর হবে না। তাহলে আমার অপরাধ ছিল আমি একজন বাঙ্গালী ...................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।