আমাদের কথা খুঁজে নিন

   

উঁচু পাহার বেয়ে বিয়ে !



বিয়ের কথাটা শুনলে ভেসে ওঠে নানা আয়োজনের কথা। বর কনে ও তাদের সাজসজ্জা। কোথায় অতিথিদের খাওয়ানো হবে। ইত্যাদি। পাশ্চাত্যে বিয়ে মানে, কোন চার্চে বিয়ে অনুষ্ঠিত হবে।

বিয়ের সময় বেশির ভাগ ক্ষেত্রে মেয়েরা থাকে নার্ভাস। তাদের এই নার্ভাসনেস থেকে মুক্তি দিতে এক অসাধারণ বিজ্ঞাপন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের একটি ট্রাভেল এডভেঞ্চার কোম্পানি। বিজ্ঞাপনে সেখানে দেখানো হয়। এক মডেল যিনি কনের পোশাকে উঁচু পাহার বেয়ে বরণ করতে যাচ্ছে বরকে। ক্যালিয়োনিয়ার জশমিট ন্যাশনাল পার্কের 'লস্ট এরো স্পিয়ার' এমন একটি পাহারের চুড়া যেটি বেয়ে ওঠা সবচেয়ে কঠিনতর কাজ বলে স্বীকৃত পর্বত আরোহীদের কাছে।

এমন একটি কঠিন স্থানে বিয়ের পোশাক পরে দড়ি বেয়ে বরের সাথে মিলিত হয়ে বিয়ে কাজ সম্পন্ন করতে যাচ্ছে কনে। লস্ট এরো স্পিয়ারের উচ্চতা ৩০০০ ফুট। পুরো ঘটনাটি ছবিতে ধারণ করেছে চিত্র শিল্পী বেন হর্টন। তিনি এসব ছবি তার প্রয়াত বন্ধু জিল ওয়েসিস এর নামে উৎসর্গ করেন। জিল ২০১২ তে পেরুতে পর্বত আরোহণ করতে গিয়ে মারা যান।

পূর্বের পোস্ট আটানব্বই হাজার ডলার পেয়ে ফেরত !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.