আমাদের কথা খুঁজে নিন

   

৫৬হাজার বর্গমাইলের ভালবাসা

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে। জেনো তুমি,আমি হাটি এই পথে মানচিত্রের ভালবাসা। । আটকিয়ে রাখা মনের ভিতর অনেক রকম কখনো রঙ্গিন,কখনো মলিন ৫৬ হাজার বর্গমাইলের ভালবাসা।

আচ্ছা, ভালবাসা কি দেখা যায়? ভালবাসা কি বোঝা যায়? ভালবাসার কি চোখ আছে?কিংবা অনুভুতি? ভালবাসার কি বেচাকেনার দর আছে? আছে,ভালবাসার সব আছে। এই ব-দ্বীপের ভালবাসাকে নপুংশক বানিয়ে,বেশ্যা বানিয়ে নিজের ভালবাসাকেও জাহির করা যায় সেলুলয়েডের পর্দায়। এই ব-দ্বীপের ভালবাসাকে ট্রাফিক হুইসেল ভাবা যায়, বুকের ওপর ছুরি মারা যায় নির্দ্বিধায়। অস্থির রাখা যায় এই ব-দ্বীপ বাসীকে; যারা ভালবাসে ৫৬ হাজার বর্গমাইল, ভিনদেশির লালসাকে সহ্য করে। ৫৬ হাজার বর্গমাইল!! ভালবাসি,ভালবাসে এই ব-দ্বীপবাসী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।