আমাদের কথা খুঁজে নিন

   

লাউড স্পিকারে বারবার ঘোষণা করা হোক, তোমরা টেস্ট খেলছো- টি২০ নয়

তামিম ইকবাল দু দু বার লাইফ পাওয়ার পরও ইনিংসটা টেনে নিয়ে যেতে পারলেন না। শাহরিয়ার নাফিস এইমাত্র ড্রপ্ট হলেন সেকেন্ড স্লিপে ইউনিস খানের হাত ফসকে। এই ব্যাটসম্যানদের নিয়ে আর কি বলার আছে। যে ট্র্যাকে পাকিস্তানি ব্যাটসম্যানরা অতি স্বাচ্ছন্দে টানা দু'দিন খেলে প্রায় ৬০০ রান করলেন মাত্র ৫ উইকেট খুইয়ে, সেখানে আমরা কি দ্বিতীয় ইনিংসে অন্তত ৫০০ রান আশা করতে পারি না? আমাদের ব্যাটসম্যানরা কি দেখেন নি পাকিস্তানিরা কীভাবে খেলার বল খেলছে, ছেড়ে দেয়ার বল ছাড়ছে? নিজের চোখে সেই ব্যাটিং দেখার পর তামিম কী শিখলেন? বল ছেড়ে দিতে শিখলেন। যে বলটি সোজা স্টাম্প বরাবর আসছে, সেটি ছাড়তে শিখলেন।

আর বাকি ব্যাটসম্যানরা ছেড়ে দেয়ার বলে শট মারতে শিখলেন। তাইতো গড়ে ৪ রান করে নিচ্ছেন তারা। দোহাই তোমাদের, টি২০ খেলতে তোমরা মাঠে নামোনি। মাঠে লাউড স্পিকারে কিছুক্ষণ পরপর ঘোষণা করা হোক, তোমরা টেস্ট খেলছো। টি২০ নয়।

বারবার স্মরণ করিয়ে না দিলে আমাদের ব্যাটসম্যানরা ভুলে যাবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।