আমাদের কথা খুঁজে নিন

   

চঁন্দ্র গ্রহন।

গতকাল এই বছরের শেষ চন্দ্র গ্রহন সংগঠিত হয়েছে।বাংলাদেশ সময় বিকাল 5.31মিনিট 48 সেকেন্ডে চাদ উপচ্ছায় প্রবেশ করে এবং রাত 11.00 টা 31 মিনিট 42 সেকেন্ডে উপচ্ছায়া থেকে বের হয়ে আসে।সন্ধ্যা 6.45 মিনিট 24 সেকেন্ডে প্রচ্ছায়ায় প্রবেশ করে এবং রাত 10.00 টা 19 মিনিট 19 সেকেন্ডে বের হয়ে আসে। রাত 8.58 মিনিট 48 সেকেন্ডে সর্বচ্চো গ্রহন ঘটে।গ্রহনের সর্বচ্চো 1 দশমিক 110।এবার পূর্ন গ্রহনের সময় চাদের চাকতি পুরাপুরি অন্ধকার হয়নি।সূর্যের আলো পৃথিবীতে পড়ে মহকাশে একটি ছায়ার সৃস্টি করে,এবং পূর্নিমার সময় সূর্যের তৈরী করা ঐ ছায়ার রেখা পথ দিয়ে চাদ চলে যাবার সময় গহন সংঘঠিত হয়। এই ধরনের গ্রহন আবার বাংলাদেশ থেকে দেখা যাবে 2018 সালে। ছবি গুলো দুই ধরনের দুরবীন এবং ক্যামেরা ব্যাবহার করে তোলা,আপতত কিছু ছবি দিলাম অনেক ছবি তুলেছি পরবর্তীতে প্রকাশ করবো। Meade LX2000 7"" Schmidt Cassegrain telescope and a Canon XS DSLR camera. • Lens: 12.5 inch f/4 Newtonian • F/stop: 4 • Autoguider error: Not guided • Filter: None

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.