(আমার খুব প্রিয় মানুষের প্রিয় একটা বাংলা গান।চন্দ্রবিন্দু ব্যান্ডের।গানটা শুনবেন।সুরটা খুব সুন্দর।আপনাদের ভালো লাগবে ভেবে শেয়ার করলাম!)
মন হাওয়ায় পেয়েছি তোর নাম
মন হাওয়ায় হারিয়ে ফেললাম...2
হাওয়া দিল শিরশিরানি ডাক হাওয়া দিল ডানা
হাওয়া দিল ছেড়া সন্দল ভুল ঠিকানা...২
মন রে হলুদ আঁলোয় হাওয়ার আবীর মাখলাম
হেহে হেহে হেহে হেহে হেহে......
মন আলেয়া পরালো খালি হাত
মন জাগে না জাগে না সারারাত...২
জেগে থাকে ঘুম পাহাড়ে মন কেমন এলো
দূর দেশে ফিকে হাওয়া রাত ডাক পাঠালো
মন রে ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
আদরের দাগ যদি মুছে
এই নাও কিছু ঘুমপাড়ানি গান আলগোছে।
বোঝনা একটু শিলালিপি
মন রে ব্যাথা আদরের অবুঝ আঙুল রাখলাম
হেহে হেহে হেহে হেহে হেহে......
মন বুকের ভেতরে যে মরন
মন ছুও না ছুও না এরকম....২
ছুঁয়ে দিলে বুক কুঁড়ে কুঁড়ে খায় শোনা পোকা
ব্যাপারে কাঁদবেনা এমা ছি ছি বোকা
মন রে না হয় প্যাকেটে খুচরো পাথর রাখলাম
হেহে হেহে হেহে হেহে হেহে......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।