আমাদের কথা খুঁজে নিন

   

ইউটিউব দেখার এবং ডাউনলোড করার জন্য পৃথিবীর সবচেয়ে সহজতম উপায়(স্টেপ টু স্টেপ স্ক্রীনশট সহ)-- এর থেকে সহজ কোন উপায় থাকলে পোস্ট ফিরত নিমু

বুকে জমা ---- দীর্ঘশ্বাস কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা । শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো -- জীবন যুদ্ধে পরাজিত আমরা। কথা বেশি বলবো না। খুব সংক্ষিপ্ত কথা। প্রথম মজিলা ফায়ারফক্সে ঢুকুন।

তারপর- 1--Add-ons এ যান। 2--Get Add-ons এ ক্লিক করুন। 3-- উপরের search all add-ons এ যান । সার্চ বক্সে লিখুন ""stealthy"" । 4--ওইখান থেকে ''''Stealthy 2.5"" অ্যাড অন টি ইন্সটল করে নিন ।

রিস্টার্ট নিতে হবে। এরপর এইরকম একটি অপশন পাবেন। আইকনটি লাল হয়ে আছে। তার মানে ডিঅ্যাক্টিভেটেড হয়ে আছে। আইকনটিতে একবার ক্লিক করুন।

দেখবেন, সবুজ হয়ে গেছে- । _____________________________________________________________________________________________________________ এত্ত কষ্ট করা লাগবে না । আমি ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি-- STEALTHY ( add-on) এই লিঙ্ক থেকে অ্যাড অনটি নামিয়ে নেন। এরপর রিস্টার্ট দিলেই কাজ হয়ে যাবে। উপরের লেখাটি লেখার কারণ -- যাতে এই পোস্ট না থাকলেও আপনি- ডাউনলোড করতে পারেন।

_________________________________________________________________________________________________________________ এর সুবিধাঃএইবার ইচ্ছামতোন ইউটিউব সহ অন্যান্য ব্লকড সাইটগুলো ভিসিট করতে পারবেন। এইটা দেওয়ার কারন যারা প্রক্সি- মক্সি ইউজ করতে করতে বিরক্ত হইয়া যাচ্ছেন। আর, প্রক্সি- মক্সি , আইপি হাইডার ইত্যাদি নানা জিনিষ ইউজ করতেছেন। আর স্পিডও স্লো হয়ে যাচ্ছে। আর এইখানে _- -আপনি যখন, অন্যান্য সাইটে যাবেন তখন, একবার লেফট ক্লিক করলেই, অ্যাড অন অফ হয়ে যাবে।

আর , আপনার ব্রাউজিং স্পীডও কমবে না। আর কি চাই । ২ নাম্বার টিপসঃ অনেকেই বলেন ভাই ইউটিউবে ভিড্যু ডাউনলোড করমু কেমতে ??? প্রশ্ন শুইনা চান্দি গরম হইয়া গেলে-- নিচের টিপস টা শিখায়ে দিবেন । - ধরেন, আপনি একটা ভিডিও দেখতেছেন-- ভিডিওটা ডাউনলোড করতে মন চাইতাছে । প্রথমে ভিডিওর লিঙ্ক টা কপি করেন।

আমি এখন দেখতেছি- লিন্‌কিন পার্কের " Castle of glass "--এর লিঙ্ক হলো- http://www.youtube.com/watch?v=ScNNfyq3d_w ভিডিওটা ডাউনলোড করতে হলে- লিঙ্কের মাঝখানে www এর পরে -- ss যোগ করে দিবেন । তাহলে লিঙ্কটি হবে_ www.ssyoutube.com/watch?v=ScNNfyq3d_w । তারপর আপনি একটা ওয়েবসাইট দেখতে পাবেন । সেইখানে বিভিন্ন ফরমেট রয়েছে। সুবিধা অনুযায়ী যে ফরমেটে ক্লিক করবেন-- সেই ফরমেটেই ভিডিওটি রিজিউমেবল ভাবে ডাউনলোড হয়ে যাবে।

ফেবু থেকেও একি স্টাইলে ভিডিও ডাউনলোড করতে পারবেন। শুধু www. পরে ss যোগ করে দিবেন। এর সুবিধাঃকোনও সফটওয়্যার লাগে না এবং রিজিউমেবল। আশা করি , পৃথিবীতে এর চাইতে কোনও সহজ উপায় নাই। এরপরও যদি কেউ, ইউডিউব নিয়া কিছু কইছে-- তার কিন্তুক খবর আছে।

অনেক কষ্ট করে সাধারণ জিনিসটি অনেক ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি। এরপর , আর কোনও সমস্যা থাকার প্রশ্নই উঠে না।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.