আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজীতে কিছু মজার বিষয় দেখুন এইখানে

মানুষ হতে চাই। কিছু ইংরেজী শব্দের মজার তথ্য উপস্থাপন করছি। দেখুন ভাল লাগলে আমার ও ভাললাগবে। ১। সবচেয়ে লম্বা ইংরেজী শব্দ হলো- Floccinaucinihilipilification ২।

80 কে letter marks বলা হয় কারণ L=12, E=5, T=20, E=5, R=18 (অক্ষরের অবস্থানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80 মজার না? ৩। ইংরেজী madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে। ৪। ‍‍‌"a quick brown fox jumps over the lazy dog" বাক্যটিতে ইংরেজী ২৬টি অক্ষর আছে। ৫।

" i am" সবচেয়ে ছোট ইংরেজী বাক্য। ৬। " Education" ও " Favourite" শব্দে সবগুলো vowel আছে। ৭। " Abstemious ও Facetious" শব্দে সবগুলো vowel আছে।

মজার ব্যাপার হলো শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u )আছে। ৮। ইংরেজীতে Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে। ৯। Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।

১০। vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হলো By। ১১। A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে। এরকম আরোও দারুন দারুন বিষয় আছে যা মজার ও জানার ।

আপনাদের ভাল লাগলে আবার লিখবো। দেখুন যদি সামুতে প্রকাশিত না হয় তবে আমার কষ্টের মূল্য পাবো না। কিন্তু প্রকাশ পেলে নিজেকে সার্থক মনে হবে। এবং আমি ও উৎসাহিত হবো। এই বিষয়ে আবার ও লিখবো যদি সামুতে এই লেখাটি মনোনিত হয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!শুভ হোক সামুর অগ্রযাত্রা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.