আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএস প্রিলির জন্য ইংরেজীতে যা যা পড়বেন



বিসিএস প্রিলিমিনারিতে ভালো ফলাফল করার জন্য ইংরেজী অংশটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। ১০০ টি প্রশ্নের মধ্যে সাধারণত ইংরেজী প্রশ্ন ২০ টি থাকে। ইংরেজীতে যারা মোটামুটি ভাল তাদের খুব একটা সমস্যা হবার কথা হয় না। কিন্তু যারা ইংরেজীতে দূর্বল বা ইংরেজীতে একটু কম আত্নবিশ্বাসী তাদের জন্য হয়তো এই টিপসগুলো কাজে লাগবে বলে আশারাখি। প্রথমে আসুন দেখি ২০ টি প্রশ্ন কোন কোন সেগমেন্ট থেকে আসে ১) Spelling – ১টি বা ২ টি প্রশ্ন ২) Synonym বা Antonym – ২টি বা ৩ টি প্রশ্ন ৩) Analogy – ১টি বা ২টি প্রশ্ন ৪) Appropriate preposition – ৩টি বা ৪ টি প্রশ্ন ৫) Phrasal verbs/ Idioms / Phrase / Group verbs – ৩টি বা ৪ টি প্রশ্ন ৬) Gerund / Clause /Adjective / Adverbs / syntax – ২টি বা ৩ টি প্রশ্ন ৭) Narration / Voice / Sequence of Tense / Correction – ৪ টি বা ৬ টি প্রশ্ন ৮) BCS question previous year / Literature – ১টি বা ২ টি প্রশ্ন এখন আসুন আমরা জেনে নেই কোথা থেকে কিভাবে এই টপিক গুলো ভালো ভাবে আত্নস্থ করবেন।

এই টপিকগুলোর জন্য যে বইগুলো ফলো করতে হবে তা হলঃ 1) Common Mistakes in English – T. J. Fitikids এর বই 2) Oxford Advanced English Grammer 3) প্রফেসরস সিরিজের BCS Preliminary English বই 4) S@ifur’s এর BCS English [মূলত Synonym & Antonym এবং Analogy এর জন্য] 5) English Grammer [যেকোনও ভালো মানের নবম-দশম শ্রেণী] 6) 10th – 34th BCS question [BCS question bank] এখন আলোচনা করি কি কি ইংরেজীতে ভালো করার জন্য পড়বেনঃ বিসিএস প্রিলিতে এসেছে এমন বিগত বছরের প্রশ্নগুলো চোখ বুলিয়ে নিন তাতে কখনও কখনও ১/২ টি প্রশ্ন কমন পড়বে। আর আপনি / আপনারা একটা আইডিয়াও পাবেন প্রশ্ন কেমন আসে। এছাড়া Spelling, Synonyms & Antonyms, Analogy, Literature [life span of some famous writer and poet; ], Famous quotation from writer and poet, publish into single / easy words. Grammmer অংশে পড়তে হবেঃ Subject Verb Agreement, Case, Pronoun, Adjective and Degree, Adverbs, Prepositions, Group Prepositions, Tense and Sequence of Tense, Infinitive, Gerund, Participle, Voice, Narration, Group Verbs, Idioms and Phrase, Sentence structure, Clause, Sentence Correction, Right form / use of verbs etc. আশাকরি পরামর্শগুলো কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী লেখা থাকবে গণিতের উপর।

Find / Follow me on Facebook: https://www.facebook.com/neelchy

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.