হারিয়ে গিয়েছি, এ নয় কোনও জরুরী খবর ... কোন অধিকারে ডাকছো আমায়! যখন আমি পথের ধূলোয় লুটিয়ে ছিলাম, কেউ আসো নি হাত বাড়িয়ে! উড়ছে যখন শতেক রাতের হাজার প্রহর ভাবনাগুলো সঙ্গীবিহীন, কেউ আসো নি! পুড়ছে যখন বিষাদপাখি, ভগ্ন ডানায়, কেউ আসো নি শুভ্র ডানায় একটু আদর ছুঁয়ে দিতে। অন্ধকারের একলা ঘরে বন্দী যখন, কেউ আসো নি প্রদীপ হাতে। আজকে যখন শীতপাখালি তাড়িয়ে বেড়ায়, কেন তবে আমায় ডাকো? ঝড়ের মাঝে শেকলপায়ে আটকে গেছো পাথর খাঁজে, এখন কেন আমায় খোঁজো! কেউ আসে নি, কেউ আসে না, পথের শেষে পথ দেখাতে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।