আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেট ভার্সিটিতে বিবিএ তে পড়ার ব্যাপারে ...

ছোটবোনকে ভর্তি করব। ও আর কোথাও ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে না, ইন্টারে রেজাল্ট ভালো করেনি, দ্বিতীয়বারেও কোথাও চান্স না পেয়ে ফ্রাস্টেটেড, পরিচিত কিছু ফ্রেন্ডের সাথে কথা বলেছি, কিন্তু দেখলাম নামকরা ভার্সিটির ব্যাপারে সবাই একমত হলেও অন্যগুলার ব্যাপারে একেরজনের কাছে একেকরকম মন্তব্য পাচ্ছি, ভার্সিটি এডমিশন ডট কম সাইটে যে র‍্যাঙ্কিং দেওয়া আছে সেগুলোও ওদের কথার সাথে মিলে না (বেশ বিভ্রান্ত ) আমি মোটামোটি একটা লিস্ট দাড় করিয়েছি । পারসোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করলে কৃতজ্ঞ থাকবো, কোন কোন ভার্সিটিতে খোঁজ নেওয়া যেতে পারে সেটা নাম্বার আকারে বললে ভালো হয় । 1. ASA 2.Asia pacific 3.Daffodil 4.Northern 5.Stamford 6.South-East 7.State University 8.UODA 9.UIU 10.ULAB

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.