দিনের শেষে আমরা সবাই একা... মংলা ঘাট সুন্দরবন যাওয়া'র পথে গোলপাতা গাছ পশুর নদী, দূরে দেখা যায় সুন্দরবন টাইটানিক এত বড় জাহাজ প্রথম দেখলাম এইটা কী বলেন তো?? কুমিরের ছাঊ হরিণও দেখা যাবে করমজলে তবে সাবধান মাঙ্কি ট্রেইল @ করমজল হে হে শ্বাসমূল আমার এক বন্ধুর কান্ড দেখেন ঘুরাঘুরি সুন্দরি গাছ সম্পূর্ণ সুন্দরবন সুন্দরবন করমজলে দূরের জাহাজ সূর্যাস্ত হরিণের চামরা, তুলে নিয়েছি আমরা এই ছবিটা অবশ্যই কোনো এসএলআর দিয়ে তোলা হয়নি এটা তাজমহলের গেইট না, চন্দ্রমহলের চন্দ্রমহল, চুলকাটি বাজার, বাগেরহাট সিঙ্গাইর মসজিদ এ আমরা এই মসজিতের ইতিহাস এখন চলেন ষাট গম্বুজ মসজিদে, ঢুকতেই গেইট টা দেখে মন খারাপ হয়ে গেল, এত সুন্দর মসজিদের গেইট'র এমন অবস্থা হবে কেন??? জেনে নিন ষাট গম্বুজ মসজিদের ছবি মসজিদের ভিতরের ছবি মসজিদের ফ্লোর বলা হয় এই গেইট দিয়েই খান জাহান আলী (রঃ) মসজিদে প্রবেশ করতেন নারিকেল গাছ মসজিদের পশ্চিম পাশের দীঘি খান জাহান আলী (রঃ) এর মাজার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।