আমাদের কথা খুঁজে নিন

   

হিজড়াদের নিয়ে বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ একটি চলচ্চিত্র, কমন জেন্ডার

এক দিনের জন্য নায়ক হতে চাই । ‘ নারী ও পুরুষ আর তার মাঝে যে মানুষ , সে ও মানুষ ’ এই স্লোগান নিয়ে মুক্তি পাচ্ছে নোমান রবিন পরিচালিত চলচ্চিত্র কমন জেন্ডার। ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। সেদিনই পরিচালক ঘোষণা দিবেন পাচ্ছে চলচ্চিত্রটি কবে মুক্তি। পরিচালক নোমান রবিন এর আগে নির্মান করেছিলেন কমন জেন্ডার নামের একটি নাটক, যা সম্প্রচারের পর ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়।

সেই ধারাবাহিকতায় হিজড়াদের নিয়ে বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ একটি চলচ্চিত্র নির্মান করলেন তিনি । সমাজের সবার চোখে হেয় ও অবহেলিত হিজড়া জনগোষ্ঠীকে মানুষ হিসেবে সম্মান প্রদান এবং তাদের মানবাধিকার সম্পর্কে সচেতনা সৃষ্টিই তার এই ছবিটি নির্মাণের প্রধান উদ্দেশ্য বলে তিনি জানান। কমন জেন্ডার ছবিটিকে পরিচালক নোমান রবিন বিশ্বের বিভিন্ন দেশের ফল্ম ফ্যাস্টিভালে প্রেযরণের পরিকল্পনা নিয়েছেন। আর তিনি আশা প্রকাশ করেন, এটি দেখার পর দর্শক হিজড়াদের প্রতি এক ধরনের শ্রদ্ধা ও পরিবর্তিত মনোভাব নিয়ে সিনেমা হল থেকে বের হবে। হৃদয়স্পশী র্মানবিক আবেদন নিয়ে চলচ্চিত্র কমন জেন্ডারের বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন সাজু খাদেম, জয়রাজ, তমাল সহ আরো অনেকে অভিনয় করেন।

ছবিটি নিয়ে মজার ঘটনা বলতে গিয়ে নোমান রবিন বলেন, চলচ্চিত্রটির শুটিংর থেকে শেষ পর্যন্ত ইউনিটের সকল সদস্য হিজড়ার মতন আচরন করে। সবাই কাজের প্রতি যে আগ্রহ ও আন্তরিকতা দেখিয়েছেন, তাতে আমার বিশ্বাস, সব মিলিয়ে দর্শকদের ভালো কিছু দেওয়া সম্ভব হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।