পোস্টার ও প্রমোতে অশ্লীল ভঙ্গিতে পোজ দেওয়ায় বিদ্যা বালানের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছে ভারতীয় আদালত। খবর মিডডেডটকম- এর। আইনজীবী এস. কে. আজাদের দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে সম্প্রতি এই আদেশ দিয়েছে আদালত। এর মাধ্যমে ইন্ডিয়ান পেনাল কোড এবং ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওম্যান অ্যাক্ট, ১৯৮৬- এর আওতায় বিদ্যার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিতর্কিত ছবিটির পোস্টার প্রদর্শন এবং প্রচারণামূলক কার্যক্রমের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে আইনজীবী এস. কে আজাদ ছবিটির বিরুদ্ধে পিটিশন দায়ের করেছিলেন। তিনি অভিযোগ তুলেছিলেন, ছবিটির পোস্টার এবং হোর্ডিং সাধারণ মানুষের মনোস্তাত্বিক ক্ষতি সাধন করছে এবং তা সমাজের উপরও ক্ষতিকর প্রভাব ফেলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।