আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ের ৫০ হাজার টাকা সেমিস্টার ফি জোগাড় করতে রুমমেট'কে খুন।

Digital Bangladesh Warriors - fb.com/openbd ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) ছাত্র শামীম হাসান খুনের ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের চৌধুরী মো. জুলকার নাইন নামের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গতকাল বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। শেরেবাংলা থানায় পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার ইমাম হোসেন আজ এক সংবাদ সম্মেলনে জানান, গতকাল সকালে শামীমের লাশ উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয় শামীম হত্যাকাণ্ডের সঙ্গে জুলকার জড়িত। রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে গতকাল শামীমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ফার্মেসি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।

শামীম ও জুলকার নাইন শেখেরটেকের প্রবাল হাউজিংয়ে ইউডার ছাত্রাবাসের একই কক্ষে পাশাপাশি বিছানায় থাকতেন। থানা হাজতে আজ জুলকার নাইন সাংবাদিকদের জানান, তাঁর সামনে পরীক্ষা। সেমিস্টার ফি দেওয়ার জন্য ৫০ হাজার টাকা প্রয়োজন ছিল। তিনি টাকা জোগাড় করতে পারছিলেন না। আবার বাবার কাছে টাকা চাইতেও পারছেন না।

বাবা হূদরোগী। তাই তিনি শামীমের ল্যাপটপ ও একটি দামি মোবাইল বিক্রি করে সেমিস্টার ফি জোগাড়ের পরিকল্পনা করেন। এ জন্য মঙ্গলবার রাতে শামীমকে নিয়ে তিনি কালাবাগানে যান। সেখানে তাঁরা দুজনই মদ পান করেন। এরপর তাঁরা রিকশাযোগে চন্দ্রিমা উদ্যানে যান।

জুলকার নাইন সেখানে শামীমকে তাঁর পরিকল্পনার কথা জানান। এতে রাজি না হওয়ায় কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি শামীমকে ছুরিকাঘাত করে হত্যা করেন। সূত্র প্রথমআলো -শিরোনামঃ বিশ্ববিদ্যালয় ছাত্র খুনের ঘটনায় রুমমেট গ্রেপ্তার আমি শিরোনাম দিলাম -প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ের ৫০ হাজার টাকা সেমিস্টার ফি জোগাড় করতে রুমমেট'কে খুন। আমার মনে হয় আমার শিরোনামটি যথার্থঃ কি বলেন ?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.